16 C
আবহাওয়া
১১:২৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » গুইমারাতে পানিতে দুই ভাই-বোনের মৃত্যু 

গুইমারাতে পানিতে দুই ভাই-বোনের মৃত্যু 

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু

বিএনএ, খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ক্যামেরন পাড়ায় পানিতে পড়ে দুই ভাই- বোনের করুন মৃত্যুর ঘটনা ঘটেছে।

রোববার (২৫ সেপ্টম্বর) বিকেলে উপজেলার ৯ নং ক্যামেরন পাড়ায় এ ঘটে।

নিহত দুজনের একজনের নাম অপু বিশ্বাস ত্রিপুড়া(৭) আরেকজন চনে রঞ্জন ত্রিপুড়া (৬)। তাদের পিতা নওজা মোহন ত্রিপুড়া,  মাতা নাতিবালা ত্রিপুড়া।

জানা যায় , বিকেলে বাসায় বাচ্চা দুটি একা ছিল। তাদের মা-বাবা কাজের উদ্দেশ্যে বাড়ির বাইরে ছিল। খেলতে খেলতে বাচ্চারা তৈমাতা ব্রিজের নিচের খালে পরে যায়।  পরিবারের লোকজন তাদের খোঁজাখুজির এক পর্যায়ে খালের ভেতর মরদেহ দেখতে পায়।

গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুড়া বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

গুইমারা থানার ওসি রাজিব চন্দ্র কর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিএনএনিউজ/ আনোয়ার হোসেন/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ