26 C
আবহাওয়া
৪:০৪ পূর্বাহ্ণ - এপ্রিল ১৬, ২০২৫
Bnanews24.com
Home » ময়মনসিংহে বিপুল পরিমাণ নকল বিড়ি জব্দ

ময়মনসিংহে বিপুল পরিমাণ নকল বিড়ি জব্দ


বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকা উপজেলায় নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ করেছে ভালুকা থানা পুলিশ। এ সময় সখিপুর এরিয়া আখালিয়া, সিডাল বাজার, ইন্তারঘাট, সোনাখালি বাজার ও আউলিয়ারচালা মোড়ে অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোলযুক্ত প্রায় ৮০ হাজার বিড়ি জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন ভালুকা থানার সাব ইন্সপেক্টর সাইফুল ইসলাম ও তার সংগীয় দল। ৪০ টি দোকানে অভিযান করা হয়।

সাব ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে একটি চক্র কম দামে ভোক্তাদের কাছে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রি করে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৮০ হাজার সলাকা মহিনি বিড়ি, মিষ্টি বিড়ি, মিরাজ বিড়ি জব্দ করা হয়। পরে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি আগুনে পুড়িয়ে ধংশ করা হয়।

ব্যাবসায়ী গন কমদামী ও নকল বিড়ি আর জীবনে বিক্রি করবেন না বলে প্রতিশ্রুতিবদ্ব হন। সরকারি বিধিমতে সরকার নির্ধারিত ১৮ টাকা মূল্যের কমের যেকোনও বিড়ি উৎপাদন, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ দন্ডনিয় অপরাধ। কর্মকর্তারা সকল কমদামী নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি উৎপাদন ও বিক্রয় বন্ধে ব্যবসায়ীসহ সকলের সহযোগীতা কামনা করেন। নকল ব্যান্ডরোলযুক্ত কমদামি বিড়ির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিএনএ/হামিমুর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ঢাকা ও ইসলামাবাদ পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক বৃহস্পতিবার ময়মনসিংহে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু মিয়ানমার থেকে ফিরলেন ২০ বাংলাদেশি নাগরিক, স্বজনদের জিম্মায় আনুষ্ঠানিক হস্তান্তর বোয়িং থেকে উড়োজাহাজ কেনা বন্ধের নির্দেশ চীনের আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না: হাসনাত কর্ণফুলীর আ.লীগ নেতা মো.আলীকে হত্যা মামলায় ঘোড়া মালেককে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ডিপ্লোমা কোটা বাতিলের দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ পটিয়ায় নিখোঁজের দুইদিন পর কৃষকের মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে চলছে ঐতিহ্যবাহী বউ মেলা চট্টগ্রামে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৩, মোটরসাইকেল জব্দ