27 C
আবহাওয়া
৩:৩৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৩, ২০২৪
Bnanews24.com
Home » করতোয়া নদীতে নৌকাডুবিতে প্রাণহানি: রেলপথ মন্ত্রীর শোক

করতোয়া নদীতে নৌকাডুবিতে প্রাণহানি: রেলপথ মন্ত্রীর শোক

করতোয়া নদীতে নৌকা ডুবি

ঢাকা (২৫ সেপ্টেম্বর) : পঞ্চগড় জেলার করতোয়া নদীতে নৌকাডুবিতে ২৪ জন নিহত হয়েছেন এবং আরো অনেকে নিখোঁজ রয়েছেন। নিজ নির্বাচনি এলাকায় নৌকাডুবিতে ব্যাপক প্রাণহানি ঘটায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন।

রেলপথ মন্ত্রী রবিবার(২৫সেপ্টেম্বর) এক শোকবার্তায় নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের পরিবারবর্গের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

নিহতদের মধ্যে ৮ জন শিশু, ১২ জন নারী এবং ৪ জন পুরুষ রয়েছেন। পঞ্চগড় জেলার বোদা উপজেলার করতোয়া নদীতে আউলিয়ারঘাট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। যাত্রীগণ মহালয়া উপলক্ষ্যে পূজা অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে শ্রী শ্রী বদেশ্বরী মন্দিরে নৌকাযোগে পারাপার হচ্ছিল। অতিরিক্ত যাত্রী থাকায় নৌকাডুবি ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ