বিএনএ স্পোর্টস ডেস্ক: পর্তুগাল যদি চেক প্রজাতন্ত্রকে হারায় তবে তার চেয়েও বড় ব্যবধানে সুইজ্যারল্যান্ডের বিপক্ষে জিততে হবে, এমন সমীকরণ মাথায় নিয়েই কাল খেলতে নেমেছিল স্পেন। তবে শেষ পর্যন্ত জয় তো এলোই না উল্টো হারের বিষে নীল হতে হলো লুইস এনরিকের শিষ্যদের। উয়েফা নেশন্স লিগের ম্যাচে ঘরের মাঠে ১-২ গোলের লজ্জ্বার হার বরণ করতে হলো স্পেনকে।
খেলার শুরুতে অবশ্য আধিপত্য ছিল স্বাগতিকদেরই। তবে ২১ মিনিটে সেট পিস সৌভাগ্য বয়ে আনে সুইসদের জন্য। রুবেন ভারগাসের কর্নারে মাথাটা ঠিকঠাকই ছুঁয়েছিলেন ম্যানুয়েল আকাঞ্জি, ফলে গতিশীল হেডার আটকানোর কোন সুযোগই পাননি উনাই সাইমন। বিরতির ঠিক আগে অবশ্য জার্দান শাকিরির চেষ্টা রুখে দিয়েছেন আতলেতিকো বিলবাও গোলরক্ষক, নতুবা ০-২ গোলে পিছিয়ে পড়ত স্পেন।
দ্বিতীয়ার্ধে আরও দৃঢ়তা চোখে পড়ে স্বাগতিকদের খেলায়। মার্কো অ্যাসেনসিও-জর্ডি আলবা জুটিতে ম্যাচে সমতা ফেরায় স্পেন। তবে স্বাগতিক ভক্তদের উল্লাস থাকে তিন মিনিটেই। আবারও কর্নার থেকে স্পেন কফিনে পেরেক ঠুকে সুইজারল্যান্ড। ব্রেল এমবোলো উল্লাসে মাতলেও টিভি রিপ্লেতে মনে হচ্ছিল এরিক গার্সিয়ার মাথাও ছুঁয়েছিল বল।
দ্বিতীয় গোল হজম করে ক্ষুব্ধ এনরিকে একসঙ্গে তুলে নেন ফেরান তোরেস, অ্যাসেনসিও এবং পাবলো সারাবিয়াকে। তবে কাজের কাজ হয়নি কিছুতেই। সুইস ডিফেন্স ভেদ করতে পারেননি স্প্যানিশ ফরোয়ার্ডরা। এই জয়ে ঘরের মাঠে স্পেনের টানা ২২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভেঙে দিলো সুইজারল্যান্ড।
বিএনএনিউজ২৪/এমএইচ