24 C
আবহাওয়া
৩:১৮ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে সোমবার শুরু হচ্ছে সিজেকেএস-সিডিএফএ ফুটবল লীগ

চট্টগ্রামে সোমবার শুরু হচ্ছে সিজেকেএস-সিডিএফএ ফুটবল লীগ

২৭ সেপ্টেম্বর হতে শুরু হচ্ছে সিজেকেএস-সিডিএফএ প্রিমিয়ার ফুটবল লীগ

বিএনএ,স্পোর্টসডেস্ক :চট্টগ্রামের এম.এ.আজিজ ষ্টেডিয়ামে সোমবার(২৭ সেপ্টেম্বর)  থেকে শুরু হতে যাচ্ছে  জিপিএইচ ইস্পাত সিজেকেএস-সিডিএফএ প্রিমিয়ার ফুটবল লীগ।  চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত এ ফুটবল লীগের   উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সিজেকেএস এর সাধারণ সম্পাদক  আ.জ.ম নাছির উদ্দীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্পন্সর প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিঃ এর অতিরিক্ত ব্যাবস্থাপনা পরিচালক আলমাস শিমুল ।

এ উপলক্ষে শনিবার(২৫ সেপ্টেম্বর) সিডিএফএ এর সভাপতি এস.এম. শহীদুল ইসলামের সভাপতিত্বে এক প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন সিডিএফএ এর সাধারণ সম্পাদক আ.ন.ম. ওয়াহিদ দুলাল।

এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস এর সহ-সভাপতি এ.কে.এম. এহসানুল হায়দার চৌধুরী (বাবুল), মো: হাফিজুর রহমান, সিডিএফএ সহ-সভাপতি নজরুল ইসলাম লেদু, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিডিএফএ কোষাধ্যক্ষ ও সিজেকেএস ফুটবল কমিটির সম্পাদক মোহাম্মদ শাহজাহান, সিডিএফএ এর নির্বাহী সদস্য কাজী মো: জসিম উদ্দিন, সিজেকেএস ফুটবল কমিটির যুগ্ম সম্পাদক আকতারুজ্জামান প্রমুখ।

উদ্বোধনী খেলায় কাস্টমস এস.সি বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম জেলা পুলিশ। সরাসরি লীগ পদ্ধতিতে খেলাসমূহ অনুষ্ঠিত হবে। সর্বমোট ৪৫টি খেলা অনুষ্ঠিত হবে।মোট ১০টি দল এই লিগে অংশগ্রহন করেছে।

দলগুলো হচ্ছে- কাস্টমস এস.সি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ, চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ, কোয়ালিটি স্পোর্টস ক্লাব, চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, মাদারবাড়ী উদয়ন সংঘ, চ.ব.ক ক্রীড়া সমিতি, বি.সি.আই.সি ক্রীড়া সংসদ, চট্টগ্রাম জেলা পুলিশ।

বিএনএ/এমএম, ওজি

Loading


শিরোনাম বিএনএ