বিএনএ ডেস্ক: ষড়যন্ত্র করেই যাদের উত্থান, তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি এখন অগণতান্ত্রিক নির্বাচন ও ক্ষমতা দখলের ইতিহাস ভুলে গেছে বলেও উল্লেখ করেন তিনি।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত আওয়ামী লীগের নাগরিক সংবর্ধনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে শেখ হাসিনা আরও বলেন, মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান পশ্চিম পাকিস্তানের হয়ে অংশ নেন। দেশ প্রেমিক জনগণ ও মেধাবীদের হত্যা করেছে বিএনপি সরকার। শুধু তাই নয় ক্ষমতায় থেকে দলটি দেশের টাকা বিদেশে পাচার করে সম্পদের পাহাড় গড়েছে। বিএনপি ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য অর্থ কোথায় পায় তাও জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী।
দেশ, জনগণ ও সরকারের বিরুদ্ধে স্বাধীনতা বিরোধীরা এখনও সক্রিয়-জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ষড়যন্ত্রকারীদের বিষয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। সজীব ওয়াজেদ জয়কে হত্যার উদ্দেশ্যে বিএনপি আমেরিকায় এফবিআইয়ের এজেন্ট ভাড়া করেছিল ।
আওয়ামী লীগ সভাপতি বলেন, জিয়াউর রহমানের হাত ধরেই ভোটের অধিকার ছিনিয়ে নেয়ার শুরুটা হয়েছিল । তাই অবৈধ অর্থ উপার্জনকারী দল বিএনপি নির্বাচনকে ভয় পায় । বিদেশের মাটিতে বসে দেশের সুনাম নষ্টকারীরা স্বাধীনতায় বিশ্বাসী নয় বলেও মন্তব্য করেন তিনি।
পাশাপাশি যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের দেশে বিনিয়োগের আহবান জানানা শেখ হাসিনা। প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগে উৎসাহিত করতে দেশের বিভিন্ন সুযোগ সুবিধবার কথা তুলে ধরেন তিনি।
এছাড়া, করোনা মহামারির মধ্যে দেশের মানুষের জীবন ও জীবিকা সচল রাখতে সরকারের নেয়া নানা পদক্ষেপও প্রবাসীদের জানান বঙ্গবন্ধু কন্যা।
বিএনএনিউজ/আরকেসি