বিএনএ, বিশ্বডেস্ক : যুক্তরাষ্ট্র আফগানিস্তানের ওপর আরোপিত দু’টি নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে, যাতে সংঘাতে জর্জরিত ও তালেবান নিয়ন্ত্রিত দেশটিতে মানবিক সহায়তা পৌঁছাতে পারে। শুক্রবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মার্কিন ট্রেজারি এক বিবৃতিতে বলেছে, এই বিধানে যুক্তরাষ্ট্র সরকার, সহায়তা গ্রুপ এবং আন্তর্জাতিক সংস্থাগুলো ‘আফগানিস্তানে মানবিক এবং অন্যান্য সহায়তা পৌঁছাতে পারবে যা মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য জরুরি।’
বিবৃতিতে বলা হয় এতে ‘কৃষি পণ্য, মেডিসিন এবং চিকিৎসা যন্ত্রপাতি রফতানি বা পুন:রপ্তানি সম্পর্কিত লেনদেনের অনুমতি দেয়া হয়েছে।’
ট্রেজারি অফিস অফ ফরেন অ্যাসেট কন্ট্রোল পরিচালক আন্দ্রেয়া গাকি বলেছেন, ‘ট্রেজারি আর্থিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থা এবং বেসরকারী সংস্থার সাথে কাজ করে যাবে, যাতে আফগানিস্তানে কৃষিপণ্য, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় সরবরাহ স্বাভাবিক থাকে।’
বিএনএনিউজ২৪.কম/এইচ.এম।