25 C
আবহাওয়া
৭:৪৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » কর্ণফুলীতে ব্যাটারি রিকশা চালক খুন

কর্ণফুলীতে ব্যাটারি রিকশা চালক খুন

কর্ণফুলীতে ব্যাটারি রিকশা চালক খুন

বিএনএ, চট্টগ্রাম : কর্ণফুলীতে শাকিল (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ( ২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরলক্ষ্যা গ্রামের ৩ নং ওয়ার্ডের চার রাস্তার মোড়স্থ বড় মাঝির খামার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শাকিল পেশায় রিকশা চালক। সে শিকলবাহা গ্রামের ২ নং ওয়ার্ডের মো. নাজিমের ছেলে। মরদেহের গলায় ফাঁস লাগানো, তার পরনে আছে প্যান্ট ও শার্ট রয়েছে। হত্যার রহস্য উদঘাটন ও খুনিদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

কর্ণফুলীতে ব্যাটারি রিকশা চালক খুনঘটনাস্থল থেকে এস আই আলমগীর বলেন, ফসলি জমিতে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হবে।

কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, সকালে ১৭/১৮ বছরের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাতের কোন এক সময় তাকে অন্য জায়গায় হত্যা করে এখানে এনে মরদেহ ফেলেছে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের মোটিভ উদঘাটনের চেষ্টা চলছে।

বিএনএনিউজ২৪.কম/আমিন

Loading


শিরোনাম বিএনএ