16 C
আবহাওয়া
৫:১০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » দশজন নিয়েও জিতলো বায়ার্ন

দশজন নিয়েও জিতলো বায়ার্ন

বায়ার্ন

স্পোর্টস ডেস্ক: জার্মান বুন্দেস লিগায় শুক্রবার রাতে দশজন নিয়েও জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। তারা ৩-১ গোলে হারিয়েছে ফুয়ের্থকে। অবশ্য ফুয়ের্থের মাঠে প্রথমার্ধেই দুটি গোল পায় বায়ার্ন। ম্যাচের ১০ মিনিটে থমাস মুলার গোল করে এগিয়ে নেন দলকে। আর ৩১ মিনিটে জসুয়া খিমিচ গোল করে ব্যবধান বাড়ান।

বিরতি থেকে ফেরার ৩ মিনিটের মাথায় বায়ার্ন দশজনের দলে পরিণত হয়। এ সময় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বেঞ্জামিন পাভার্ড। বাকি সময় দশজন নিয়ে খেলেও জয় ছিনিয়ে নিয়েছে বুন্দেসলিগার চ্যাম্পিয়নরা।

এই অর্ধে ৬৮ মিনিটে বায়ার্ন আরও একটি গোল পায়। সেটি অবশ্য আসে আত্মঘাতি খাত থেকে। ফুয়ের্থের সেবাস্তিয়ান গ্রিয়েসবেক নিজেই নিজেদের জালে বল জড়িয়ে আরও এগিয়ে দেন বাভারিয়ানদের। অবশ্য ৮৭ মিনিটে ফুয়ের্থের সেডরিক ইটেন একটি গোল শোধ দেন। কিন্তু সেটি হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।

এই জয়ে ৬ ম্যাচ থেকে ১৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বায়ার্ন। সমান ম্যাচ থেকে ফুয়ের্থের সংগ্রহ ১ পয়েন্ট। তারা রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ