bnanews24.com
সব জায়গা থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা হয়েছিল-প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর দেখানো পথেই সরকার কূটনীতি পরিচালনা করছে-প্রধানমন্ত্রী

বিএনএ, ঢাকা :বঙ্গবন্ধুর দেখানো পথেই সরকার কূটনীতি পরিচালনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন,এখন কূটনীতির ধরন বদলে গেছে। শুধু রাজনৈতিক কূটনীতি নয়, এখন সময় অর্থনৈতিক কূটনীতির। সেভাবেই বাংলাদেশের কূটনীতিকদের নির্দেশ দেয়া হয়েছে।

শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতিসংঘ অধিবেশনে ঐতিহাসিক বাংলায় ভাষণের ৪৬ বছর পূর্তি এবং ফরেন সার্ভিস একাডেমি ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী ।

প্রধানমন্ত্রী জানান, জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তি ছিল বঙ্গবন্ধুর ডিপ্লোমেসি। যা ছিল আমাদের জন্য বিরাট একটি সাফল্য, অর্জন। বঙ্গবন্ধু যে পররাষ্ট্রনীতি দিয়ে গেছেন ‘সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয়’-এই নীতিতেই চলছে বাংলাদেশ।

তিনি বলেন, ‘বর্তমান বিশ্বটা একটি গ্লোবাল ভিলেজ। সেখানে উন্নয়নের জন্য সকলের সহযোগিতা একান্তভাবে দরকার। আমরা যাই কিছু করতে যাইনা কেন সব কিছুতে সকলের সহযোগিতা আমাদের প্রয়োজন।’

সরকার প্রধান বলেন, ‘বাংলাদেশের যে ভৌগলিক অবস্থান তাতে আমাদের নানান ধরণের দুর্যোগ মোকাবেলা করতে হয়। আমরা জনগণকে সঙ্গে নিয়ে সব দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হয়েছি বলেই জনগণের আস্থা, বিশ্বাস অর্জন করতে পেরেছি। আমরা আমাদের জনশক্তিকে মূল শক্তি হিসেবে দেখি।’

প্রধানমন্ত্রী আক্ষেপ নিয়ে বলেন, ‘আমি ১৬ বার জাতিসংঘে গিয়ে ভাষণ দিয়েছি। সেখানে বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি। কিন্তু এবার মহামারি ভাইরাস করোনার কারণে যেতে পারিনি।’

তিনি বলেন, ‘সরকারের মূল লক্ষ্য তৃণমূল মানুষের উন্নয়ন। দীর্ঘসময় ক্ষমতায় থাকার কারণেই আজ দেশে উন্নয়ন দৃশ্যমান হচ্ছে। মানুষ সুফল পাচ্ছে।, প্রাকৃতিক এবং মানুষের তৈরি নানা দুর্যোগ মোকাবিলা করেই এগিয়ে চলছে বাংলাদেশ। করোনাভাইরাসে সারা বিশ্বই ক্ষতির শিকার হচ্ছে।

 

বিএনএ/ ওজি

আরও পড়ুন

এমইএস স্কুলের প্রধান শিক্ষক আবু বকরের ইন্তেকাল

bnanews24

ময়মনসিংহে সড়কে প্রাণ গেল ২ জনের

RumoChy Chy

ডিসিসি নির্বাচন: সংঘর্ষে নিহত এক

bnanews24