25 C
আবহাওয়া
১:৪১ অপরাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » রেমিট্যান্স:২৪ দিনে এলো সাড়ে ২০ হাজার কোটি টাকা

রেমিট্যান্স:২৪ দিনে এলো সাড়ে ২০ হাজার কোটি টাকা


বিএনএ, ঢাকা:  চলতি মাসের (আগস্ট) প্রথম দিকে রেমিট্যান্স আসা থমকে গেলেও শেখ হাসিনা পদত্যাগের পর তা বেড়েছে কয়েকগুণ।চলতি মাসের প্রথম ২৪ দিনে দেশে বৈধপথে রেমিট্যান্স এসেছে ১৭১ কোটি ৮৩ লাখ ৩০ হাজার ডলার। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা ধরে) যার পরিমাণ ২০ হাজার ৬০০ কোটি টাকার বেশি।

রোববার (২৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, আগস্টের প্রথম ২৪ দিনে বৈধপথে রেমিট্যান্স এসেছে ১৭১ কোটি ৮৩ লাখ ৩০ হাজার ডলার। এ সময়ে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৭ কোটি ৬৯ লাখ ডলার।

বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে এক ব্যাংকের (কৃষি ব্যাংক) মাধ্যমে এসেছে প্রায় ৬ কোটি ডলার। এছাড়া বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩৮ কোটি ডলার। ৩২ লাখ ৩০ হাজার ডলার এসেছে বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ