26 C
আবহাওয়া
৮:১৫ পূর্বাহ্ণ - এপ্রিল ১৪, ২০২৫
Bnanews24.com
Home » সোনার দাম বেড়ে ভরি ১ লক্ষ ২৭ হাজার ৯৪২ টাকা

সোনার দাম বেড়ে ভরি ১ লক্ষ ২৭ হাজার ৯৪২ টাকা

আবারও বেড়েছে স্বর্ণের দাম

বিএনএ, ঢাকা:দেশের বাজারে সোনার দাম ফের বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এক হাজার ৯৩৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ২৭ হাজার ৯৪২ টাকা।

সোমবার (২৬ আগস্ট ) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এর আগে দেশের বাজারে এক ভরি সোনা সর্বোচ্চ এক লাখ ২৬ হাজার ৬ টাকায় বিক্রি হয়েছে। গত ২৩ আগস্ট থেকে আজ পর্যন্ত এ দামে বিক্রি হচ্ছে সোনা। এখন দুদিনের ব্যবধানে সোনার দাম আরও বাড়ানো হলো।

রোববার (২৫ আগস্ট) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী সময়ে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ