18 C
আবহাওয়া
২:২৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » নতুন বাংলাদেশ গড়ার সুযোগ যেন হাতছাড়া না হয়: ড. ইউনূস

নতুন বাংলাদেশ গড়ার সুযোগ যেন হাতছাড়া না হয়: ড. ইউনূস

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

বিএনএ, ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীকে এমন কিছু না করার আহবান জানিয়ে বলেছেন, যেন নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হাত ছাড়া না হয়। ছাত্র-জনতার স্বপ্ন আমাদের স্বপ্ন। জাতীয় জীবনে তরুণরা একটি মহা সুযোগ সৃষ্টি করে দিয়েছে। সবাইকে এই সুযোগ ব্যবহার করার কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

রোববার(২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান স্পষ্ট। এখন পরিবর্তিত পরিস্থিতিতে গণমাধ্যম নিরপেক্ষ সাংবাদিকতা চালিয়ে যাবে বলে আমি আশা করি। পরিবেশ ও জলবায়ু রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দেবে।

জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি বলেন, র‌্যাব,পুলিশ বাহিনীকে গুম, হত্যায় জড়িত করে বিগত সরকার আমলে তাদের কলঙ্কিত করা হয়েছে।

প্রধান উপদেষ্টার এ ভাষণ বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্রসহ দেশের টিভি সংবাদ চ্যানেল সমূহ  থেকে একযোগে সম্প্রচার হয়।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নূতন  বাংলাদেশ গঠনে দেশবাসীকে ধৈর্য্য ধরার আহবান জানান। তিনি বলেন, প্রতিদিন দাবি দাওয়া নিয়ে সরকারের অফিস, সচিবালয় ঘেরাও করে আমাদের কাজে বিঘ্ন করবেন না। যাদের দাবি দাওয়া আছে আমাদের লিখিতভাবে জানান।

আমরা কখন বিদায় নেব অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হবে তা নির্ভর করছে দেশবাসীর ওপর। ছাত্রজনতা রাজনৈতিক দলগুলোর ওপর। আপনার যখনই বলবেন তখনই চলে যাব। আমাদের প্রাথমিক নিয়োগ দিয়েছে ছাত্রজনতা। যারা বুকের তাজা রক্ত দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। দেশের নির্বাচন কমিশন সংস্কারের পর নির্বাচন হবে।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশে ঘুষ কীভাবে স্থায়ীভাবে বন্ধ করা যায় সে জন্য দেশবাসীর নিকট পরামর্শ চেয়েছেন জাতির উদ্দেশে দেয়া ভাষণে । তিনি বলেন, ঘুষপ্রথা বিলুপ্ত করে এ সরকার একটি দৃষ্ঠান্ত রেখে যেতে চায়।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেয়া প্রথম ভাষণে বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্নপূরণে অঙ্গীকার ব্যক্ত করে দেশবাসীকে ছাত্র-জনতার স্বপ্নপূরণে সমস্ত শক্তি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, ‘বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, সেই স্বপ্নপূরণে অঙ্গীকারবদ্ধ। আপনাদের সবাইকে এই শুভ লগ্নে তাদের স্বপ্নপূরণে সমস্ত শক্তি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’

সমগ্র বাংলাদেশ একটি পরিবারের মত উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, গণরোষের মুখে ফ্যাসিবাদী সরকার প্রধান দেশ ত্যাগ করার পর আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে প্রতিটি নাগরিকের মানবাধিকার থাকবে পুরোপুরি সুরক্ষিত। আমাদের লক্ষ্য একটিই। উদার, গণতান্ত্রিক বৈষম্যহীন, অসাম্প্রদায়িক বাংলাদেশ।
‘আমরা এক পরিবার, আমাদের এক লক্ষ্য’ উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, ‘কোনো ভেদাভেদ যেন আমাদের স্বপ্নকে ব্যাহত করতে না পারে সেজন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ’।

গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেয়ার পর রোববার(২৫ আগস্ট)  প্রধান উপদেষ্টা প্রথমবারের মত জাতির উদ্দেশে ভাষণ দেন। ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেলে তার সরকারের পতন হয়।

বিএনএনিউজ,এসজিএন/এইচমুন্নী/হাসনা

Loading


শিরোনাম বিএনএ