বাণিজ্য ডেস্ক: রপ্তানি বাণিজ্যকে উৎসাহিত করার লক্ষে চলতি অর্থবছরে জাহাজীকৃত পণ্য রপ্তানির বিপরীতে প্রণোদনা ও নগদ সহায়তা দেবে সরকার।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বৈদেশিক মুদ্রায় লেনদেন করা সব অনুমোদিত ডিলারদের কাছে পাঠিয়েছে।
এতে বলা হয়, চলতি ২০২৩-২০২৪ অর্থবছরে ১ জুলাই থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত ৪৩টি পণ্য (প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট খাতের পণ্য) রপ্তানির বিপরীতে এই প্রণোদনা ও নগদ সহায়তা দেয়া হবে। গতবারও এই ৪৩টি পণ্য সহায়তা পেয়েছিল।
আগের মতোই চলতি অর্থবছরেও রপ্তানি প্রণোদনা বা নগদ সহায়তার আবেদনপত্র বাংলাদেশ ব্যাংক অনুমোদিত এবং সংশ্লিষ্ট ব্যাংকের নিয়োজিত অডিট ফার্ম দ্বারা নিরীক্ষা করানো যাবে। তবে নিরীক্ষা কার্যক্রম দ্রুত সম্পাদনের লক্ষে অতিরিক্ত ফার্ম নিয়োগের প্রয়োজন হলে সে বিষয়ে যৌক্তিকতা ও প্রয়োজনীয় তথ্যসহ অডিট ফার্মের সংখ্যা উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক বরাবর আবেদন করতে হবে।
বিএনএনিউজ২৪/ এমএইচ