16 C
আবহাওয়া
৩:৪৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » টটেনহ্যাম ছাড়ছেন না কেইন

টটেনহ্যাম ছাড়ছেন না কেইন

টটেনহ্যাম ছাড়ছেন না কেইন

বিএনএ,স্পোর্টসডেস্ক : সব জল্পনা গুঞ্জনের অবসান ঘটিয়ে টটেনহ্যাম হটস্পারে থাকছেন হ্যারি কেইন।সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজেই জানিয়েছেন সেটি।

টুইটারে পোস্টে তিনি জানান, এই মৌসুমে টটেনহ্যামেই থাকছেন এবং শতভাগ উজাড় করে দিতে চান দলের সাফল্য অর্জনে।

“রোববার স্পার্স ভক্তদের কাছ থেকে পাওয়া সংবর্ধনা এবং গত কয়েক সপ্তাহে আমাকে সমর্থন জানানো কিছু বার্তা পড়ে অবিশ্বাস্য লেগেছে। এই গ্রীষ্মে আমি টটেনহ্যামেই থাকব এবং দলকে সাফল্য অর্জনে সহায়তা করার জন্য ১০০ ভাগ উজার করে দিব।”

১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পাঠানো হয়েছিল টটেনহ্যামের কাছে। কিন্তু তাদের সব প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল টটেনহ্যামের প্রেসিডেন্ট ডেনিয়েল লেভি।

২০১৪ সালে টটেনহ্যামে যোগ দিয়েছিল ২৭ বছর বয়সী এই ফুটবলার। টটেনহ্যামের হয়ে সব মিলিয়ে ৩৩৭ ম্যাচে ২২১ গোল করেছেন কেইন। গত মৌসুমে প্রিমিয়ার লিগে ৩৫ ম্যাচে ২৩ গোল করে গোল্ডেন বুট জেতেন এই ইংলিশ খেলোয়াড়।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ