বিএনএ,স্পোর্টসডেস্ক : পাঁচ টেস্ট সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৭৮ রানে গুটিয়ে যায় ভারত। বুধবার(২৫ আগস্ট)লিডসের হেডিংলিতে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।
টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ২১ রানের করতে তিন টপ অর্ডারকে হারায় ভারত। রাহুুল(১),পুজারা(১),বিরাট কোহলি (৭) কে সাজঘরে পাঠান জেমস এন্ডারসন। ক্রিজের অপর পান্তে ধৈর্যের পরীক্ষা দিয়ে চার নম্বরে নামা রাহানেকে নিয়ে লাঞ্চ বিরতিতে যায় রহিত শর্মা ।
বিরতি থেকে ফিরেই রাহানে ও পান্থ শিকার হয় রবিনসনের । ৩৭ তম ওভার করতে আসা ভারতের নির্ভরশীল ব্যাটসম্যান রহিত শর্মাকে ফেরান ক্রেগ অভার্টন। তার পরের বলে সামিকে ফিরিয়ে হ্যাকট্রিকের আশা জাগায় এই ২৭ বছর বয়সি পেসার। তার পরের ওভারে আবারও হ্যাকট্রিকের আশা জাগায় স্যাম কারান।পরপর দু বলে জাদেজা ও বুমরাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে। শেষ উইকেট সিরাজকে তুলে নিয়ে তিন উইকেট শিকার করেন ক্রেগ ওভারটন। ৪০ দশমিক ৪ ওভারে মাত্র ৭৮ রানে শেষ হয়ে গেছে ভারতের প্রথম ইনিংস।
প্রথম দিনের বাকি অংশটুকু দাপটের সঙ্গে ব্যাট করে দিন শেষ করে দুই ইংলিশ ওপেনার । দুই জনের জোড়া অর্ধশত রানের সুবাধে ৪২ ওভারে ১২০ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা । ররি বার্ন্স ৫২ ও হাসিব হামেদ ৬০ রান করে অপরাজিত অছেন।
শতবিএনএ/এমএম