17 C
আবহাওয়া
৭:২৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » গাজীপুরে একমাসে ডেঙ্গু শনাক্ত ২৫০

গাজীপুরে একমাসে ডেঙ্গু শনাক্ত ২৫০

গাজীপুরে একমাসে ডেঙ্গু শনাক্ত ২৫০

বিএনএ,গাজীপুর :  গাজীপুরের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে গত একমাসে ২৫০ জনের ডেঙ্গু শনাক্ত করা হয়েছে। একই সময়ে আক্রান্ত রোগীদের মধ্যে শতাধিক রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।বুধবার(২৫ আগস্ট) সন্ধ্যায় হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) মোঃ পারভেজ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগীদের সেবা দিতে ৩০টি বেড রয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন ৩২ জন। রোগীদের সেবার মান বাড়ানোর জন্য অতিরিক্ত আরও দুইটি শয্যা সেখানে স্থাপন করা হয়েছে।

অপর দিকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ডেঙ্গু মশার উপদ্রব কমাতে গাজীপুর সিটি করপোরেশনে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন ওয়ার্ডে মশার ওষুধ ছিটানো ও স্প্রে করা হচ্ছে। ২০২০-২১ অর্থ বছরে মশা নিধনে বাজেট ছিলো ১ কোটি টাকা আর ২০২১-২২ অর্থবছরে বাজেট নির্ধারণ করা হয়েছে ৩ কোটি টাকা।

বিএনএ/ এম.এস. রুকন ,ওজি .

Loading


শিরোনাম বিএনএ