বিএনএ, ঢাকা : ভার্চুয়াল পোশাক ট্রায়ালের অভিনব এক প্রযুক্তি নিয়ে এসেছে প্রযুক্তি জায়ান্ট গুগল। নতুন এই ‘ভার্চুয়াল ট্রাই-অন’ ফিচারে ব্যবহারকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় ঘরে বসেই ভার্চুয়ালি পোশাক ট্রায়াল দিতে পারবেন।
এই AI-ভিত্তিক ফিচারটি আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে প্রায় দুই মাসের পরীক্ষামূলক পর্যায় শেষে। এখন থেকে ব্যবহারকারীরা পোশাক কেনার আগে দেখতে পাবেন, নির্দিষ্ট কোনো পোশাক তাদের গায়ে কেমন লাগবে।
কিভাবে কাজ করবে ফিচারটি?
পোশাকের একটি প্রোডাক্ট পেজে গিয়ে ব্যবহারকারীকে ‘Try It On’ অপশন বেছে নিতে হবে। এরপর নিজের পুরো শরীরের একটি ছবি আপলোড করলেই সেই ছবিতে নির্দিষ্ট পোশাকটি কেমন দেখাবে তা ভার্চুয়ালি প্রদর্শিত হবে। ব্যবহারকারীরা চাইলে এই লুক সংরক্ষণ করতে এবং বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে পারবেন।
এর আগে গুগলের ভার্চুয়াল ট্রাই-অন ফিচারে কেবল মডেলদের ওপর পোশাক কেমন লাগে তা দেখা যেত। তবে এবার ব্যবহারকারীরা নিজের ছবিতেই ট্রায়াল দিতে পারবেন, যা অভিজ্ঞতাকে আরও ব্যক্তিকেন্দ্রিক ও বাস্তবসম্মত করে তুলেছে।
আপাতত যুক্তরাষ্ট্রেই সুবিধা
বর্তমানে এই ফিচার কেবল যুক্তরাষ্ট্রে গুগল সার্চ, গুগল শপিং এবং গুগল ইমেজে বিভিন্ন পোশাকের প্রোডাক্ট ফলাফলে পাওয়া যাবে।
আরও যেসব নতুনত্ব আনলো গুগল
ডপল (Dopple): AI-চালিত একটি নতুন অ্যাপ, যা ব্যবহারকারীদের বিভিন্ন পোশাক পরে কেমন লাগবে তা ভিডিও আকারে দেখায়।
প্রাইস অ্যালার্ট: ব্যবহারকারীরা এখন তাদের পছন্দের পোশাকের নির্দিষ্ট মূল্য, সাইজ ও রঙ অনুযায়ী অ্যালার্ট সেট করতে পারবেন।
ভিশন ম্যাচ: ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী ছবি তৈরি করে, গুগলের শপিং গ্রাফে থাকা প্রায় ৫০ বিলিয়ন প্রোডাক্টের মধ্য থেকে মিল খুঁজে বের করবে।
গুগলের মুখপাত্র জানিয়েছেন, ‘ভার্চুয়াল ট্রাই-অন’ ও ‘ডপল’—উভয় ফিচারই একই AI প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি হলেও ডপল আরও গভীরভাবে ব্যক্তিগত স্টাইল অন্বেষণের সুযোগ দিচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, এইসব ফিচারের মাধ্যমে গুগলের অনলাইন শপিং অভিজ্ঞতা আরও ব্যক্তিকেন্দ্রিক, বাস্তবসম্মত এবং প্রযুক্তিনির্ভর হয়ে উঠবে।
বিএনএনিউজ/এইচ.এম।