বিএনএ, স্পোর্টস ডেস্ক: প্যারিস অলিম্পিক গেমস থেকে সরে দাঁড়ালেন ইতালিয়ান টেনিস তারকা জানিক সিনার। অলিম্পিক শুরুর এক দিন আগে সামাজিক মাধ্যম এক্স-এ নিজের সিদ্ধান্তের কথা জানান ২২ বছর বয়সী টেনিস খেলোয়াড়।
সিনার লেখেন, “দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, দুর্ভাগ্যবশত আমি প্যারিস অলিম্পিক গেমসে অংশ নিতে পারব না”।
ফ্রান্সের প্যারিসে আজ থেকে শুরু হবে এবারের অলিম্পিক। এবারের অলিম্পিকে টেনিস হবে ক্লে কোর্টে। সেজন্য নিজেকে বেশ ভালোভাবেই প্রস্তুত করেছিলেন র্যাঙ্কিংয়ের এক নম্বর টেনিস তারকা সিনার। কিন্তু হুট করে ধরা পড়ে টনসিল। আর সেজন্যই চিকিৎসকের নির্দেশনা মেনে অলিম্পিক থেকে নাম সরিয়ে নিলেন তিনি।
সিনার গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন একটি।
গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে দানিল মেদভেদেভকে হারিয়ে পরেছিলেন শ্রেষ্টত্বের মুকুট।
বিএনএনিউজ/ বিএম/ হাসনা