24 C
আবহাওয়া
১:৪৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু

ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু


বিএনএ, বিশ্বডেস্ক: ইতিহাস গড়ে ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু। সোমবার (২৫ জুলাই) ভারতের পার্লামেন্টের সেন্ট্রাল হলে সকাল ১০টা ১৫ মিনিটে তাকে শপথবাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রমানা।

প্রথম আদিবাসী সম্পাদায়ে থেকে একজন মহিলা ভারতের রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন। এরআগে সকাল ৯টা ২২ মিনিটে রাষ্ট্রপতি ভবনে পৌঁছান দ্রৌপদী মুর্মু। তার আগে রাজঘাটে গিয়েছিলেন শ্রদ্ধা জ্ঞাপনে।এরপরে বিদায়ী প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের সঙ্গে পৌঁছন সংসদ ভবনে।

এই অনুষ্ঠান উপলক্ষে ভাতৃবধূর পাঠানো সাঁওতালি শাড়ি পরেই আজ রাষ্ট্রপতি পদে শপথ নেন তিনি।রাষ্ট্রপতি এই নির্বাচনে বিরোধী শিবিরের অন্তত ১৭ জন সাংসদ তাঁদের দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে এনডিএ শিবিরের প্রার্থী দ্রৌপদীকে ভোট দিয়েছেন৷ ভারতের বহু রাজ্যের অন্তত ১০৫ জন বিরোধী বিধায়কও তাঁদের দলের বিরুদ্ধে গিয়ে দ্রৌপদীকে সমর্থন করেছে৷

রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়ে জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দিয়েছেন দ্রৌপদী। বক্তব্য পেশ করতে এসে দ্রৌপদী বলেন, ‘‘সকলের আশীর্বাদে আমি দেশের রাষ্ট্রপতি হয়েছি। আমি প্রগতিশীল একটি দেশের রাষ্ট্রপতি হয়েছি। নিজেকে খুব সৌভাগ্যবতী মনে হচ্ছে।’’

তিনি আরও বলেন, ‘আমিই দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া প্রথম ব্যক্তি যে ভারতের স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছে। ভারতের নাগরিকদের কাছে আমার আবেদন, স্বাধীনতা সংগ্রামীদের প্রত্যাশা পূরণ করতে আমাদের সকলকে একসঙ্গে চেষ্টা করতে হবে।’

ভাষণে দ্রৌপদী আরও বলেন, ‘স্বাধীনতার ৫০ বছরে আমার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল। আর স্বাধীনতার ৭৫ বছরে আমি রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পেয়েছি। দেশের রাষ্ট্রপতি হওয়া আমার ব্যক্তিগত প্রাপ্তি নয়। এটি ভারতের প্রতিটি দরিদ্র মানুষের প্রাপ্তি। আমার রাষ্ট্রপতি হওয়া প্রমাণ করে যে ভারতের দরিদ্র মানুষেরা শুধু স্বপ্নই দেখেন না। সেই স্বপ্ন পূরণও করতে পারেন।’

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ