30 C
আবহাওয়া
১২:৪৯ অপরাহ্ণ - আগস্ট ১৪, ২০২৫
Bnanews24.com
Home » ৫ ছাত্রলীগ কর্মীকে ৭ দিনের রিমান্ডের আবেদন

৫ ছাত্রলীগ কর্মীকে ৭ দিনের রিমান্ডের আবেদন


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় আটক পাঁচ ছাত্রলীগ কর্মীর ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।  রোববার(২৪ জুলাই) হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন সবুজ বলেন, যৌন হেনস্তার ঘটনায় গ্রেফতার পাঁচ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা সাত দিনের রিমান্ড আবেদন করেছি। আদালত আবেদন গ্রহণ করে শুনানির জন্য রেখেছেন। আদালতের নির্দেশ পেলে আমরা তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবো।

গত ১৭ জুলাই চবির এক ছাত্রীকে তারই হলের সামনে থেকে এক বন্ধু সহ তুলে নিয়ে মারধর ও যৌন নিপীড়ন করা হয়।

শুক্রবার (২২ জুলাই) রাতে চারজন এবং শনিবার (২৩ জুলাই) বিকালে একজনকে আটক করে র‍্যাব-৭। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

আটক পাঁচজন হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মো. আজিম এবং নৃ-বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী নুরুল আবছার বাবু। হাটহাজারী কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র মো. নুর হোসেন শাওন ও একই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. মাসুদ রানা এবং সাইফুল ইসলাম।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ