বিএনএ ডেস্ক: সরকারিভাবে জরুরি ভিত্তিতে জর্ডানের একটি পোশাক কারখানায় বাংলাদেশি দক্ষ পুরুষ কর্মী নেয়া হবে।
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে নামমাত্র খরচে কর্মী নেবে জর্ডানের ক্ল্যাসিক ফ্যাশন অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আগ্রহী ব্যক্তিদের প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি সাক্ষাৎকারে হাজির হতে হবে।
১. পদের নাম: প্রোডাকশন সুপারভাইজার
পদসংখ্যা: ২০
যোগ্যতা: কোনো প্রতিষ্ঠিত পোশাক কারখানায় লে-আউট থেকে প্যাকিং পর্যন্ত সংশ্লিষ্ট কাজে কমপক্ষে চার-পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে দুই-তিন বছর বিদেশে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: সর্বোচ্চ ৩৫ বছর। বেতন: ৪৬,৪৩১ টাকা
২. পদের নাম: মেকানিকস
পদসংখ্যা: ১৫ জন
যোগ্যতা: এসএসসি পাস। লে-আউট অনুসারে গার্মেন্টসের অটোমেটিক সুইং মেশিন ও মেশিনের নির্দিষ্ট যন্ত্রাংশ সংযোজন ও মেরামতের কাজে চার থেকে ছয় বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: ২৮-৩৫ বছর। বেতন: ৫৯,৬৯৭ টাকা
৩. পদের নাম: টেকনিক্যাল এক্সিকিউটিভ
পদসংখ্যা: ৪
যোগ্যতা: স্নাতক ডিগ্রি থাকতে হবে। কোনো প্রতিষ্ঠিত পোশাক কারখানায় সংশ্লিষ্ট কাজে কমপক্ষে চার-পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে দুই-তিন বছর বিদেশে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: সর্বোচ্চ ৪০ বছর। বেতন: ৮৬,২২৯ টাকা
সাক্ষাৎকারের স্থান ও তারিখ
আগ্রহী প্রার্থীদের আগামী মঙ্গলবার সকাল ১০টায় এবং শুক্রবার বেলা ৩টায় সাক্ষাৎকার দিতে বাংলাদেশ জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, মিরপুর, ঢাকায় উপস্থিত থাকতে হবে।
সাক্ষাৎকারের সময় যা আনতে হবে
জীবনবৃত্তান্ত, চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (ব্যাকগ্রাউন্ড সাদা), মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের চার সেট রঙিন ফটোকপি, ভোটার আইডি কার্ড/জন্মনিবন্ধন, বর্তমান অফিসের পরিচয়পত্র/হাজিরা কার্ড, শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদ।
জর্ডান যেতে খরচ:
নির্বাচিত কর্মীদের বোয়েসেলের সার্ভিস চার্জ, বহির্গমন ট্যাক্স, সার্ভিস চার্জের ১৫ শতাংশ ভ্যাট, বোয়েসেলের রেজিস্ট্রেশন ফি, স্মার্ট কার্ড ফি এবং ওয়েজ আর্নার্স কল্যাণ ফি বাবদ সব খরচ নিয়োগকারী কোম্পানি বহন করবে। তবে মেডিকেল ফি ও ফিঙ্গারপ্রিন্টের ফি নির্বাচিত কর্মীদের বহন করতে হবে।
চাকরির শর্তাবলী:
দৈনিক আট ঘণ্টা ডিউটি, সপ্তাহে ছয় দিন। চাকরির চুক্তি তিন বছর (নবায়নযোগ্য)। নিয়োগকারী প্রতিষ্ঠান থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করবে। চাকরিতে যোগদানের জন্য বিমানভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমানভাড়া নিয়োগকর্তা বহন করবেন। বছরে ১৪ দিন ছুটি ও অসুস্থতাজনিত ছুটি ১৪ দিন। আরবি, হিন্দি ও ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।
বিএনএ/ এ আর