19 C
আবহাওয়া
১২:৫৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » বছরের শেষে জাপান সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

বছরের শেষে জাপান সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

বছরের শেষে জাপান সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

বিএনএ ডেস্ক: চলতি বছরের শেষের দিকে জাপান সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৪ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় জাপানের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রতিনিধি দল প্রধানমন্ত্রীকে জাপান সফরের আমন্ত্রণ জানিয়েছে। এটি একটি অগ্রাধিকারমূলক সফর হবে। তবে সফরের সময়সূচি এখনো নির্ধারণ হয়নি বলে জানান শাহরিয়ার আলম।

এর আগে জাপানের পার্লামেন্টারি ভাইস মিনিস্টার ফর ফরেন অ্যাফেয়ার্স, হোন্ডা তারো এবং জাপান ইন্টারন্যাশনাল করপোরেশন এজেন্সির (জাইকা) প্রেসিডেন্ট তানাকা আকিহিকো শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করেন।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ