17 C
আবহাওয়া
৭:৩৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » সাতকানিয়ায় ক্রাউন জাতের তরমুজ চাষে অসাধারণ সাফল্য

সাতকানিয়ায় ক্রাউন জাতের তরমুজ চাষে অসাধারণ সাফল্য

গোল্ডেন ক্রাউন তরমুজ চাষ

সাতকানিয়া(চট্টগ্রাম) : জমির একপাশ থেকে অন্যপাশ সারি সারি মাচা। লম্বা মাচায় ঝুলছে হাজারো তরমুজ। নেটের ব্যাগের মধ্যে ভরে সেই তরমুজ বেঁধে রেখছেন মাচার সঙ্গে। তবে সাধারণ কোনো জাতের তরমুজ নয়। গোল্ডেন ক্রাউন জাতের। সাতকানিয়ার ৯৮ শতক মাটিতে রসে ভরা বিদেশি এ ফল চাষ করেছেন উপজেলার ছদাহা ইউনিয়নের তিন সহোদর ভাই।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের পরামর্শে ৪২ শতক জমির জন্য ৭০ গ্রাম বীজ সংগ্রহ করেন কৃষক আবুল হোসেন। সিডলিং ট্রেতে ভার্মিকপোস্ট আর কোকোপিটের মাধ্যমে চারা উৎপাদন করে গেল মে মাসের ২৩ তারিখে জমিতে রোপণ করেন তিনি। প্রায় দু’মাসের মাথায় ফল আসে। গত ২০ জুলাই থেকে তিনি আনুষ্ঠানিকভাবে ফল তুলতে শুরু করেন। ৪২ শতক জমিতে এ চাষ করতে তার খরচ হয়েছে ৬০ থেকে ৭০ হাজার টাকা। আর পুরো বাগান বিক্রি করে তিনি পেয়েছেন আড়াই লাখ টাকা।

এছাড়া তার ছোটভাই আবুল হাশেম ৪০ শতক জমিতে লাগানো গাছ ৭০ টাকা কেজি দরে স্থানীয় বাজারে এ পর্যন্ত ৪০ হাজার টাকার ফল বেচেছেন। বেচতে পারবেন প্রায় আরও দুই লাখ টাকার ফল। তাছাড়া তাদের আরেক ভাই আবুল কাশেম ১৬ শতক জমিজুড়ে লাগিয়েছেন বিদেশি এ ফলের গাছ। তিনিও স্থানীয় বাজারে পাইকারি দরে বিক্রি করছেন। স্থানীয় বাজারে তাদের দুই ভাইয়ের বেচা এ ফল বিক্রি হচ্ছে কেজিতে ১০০ থেকে ১২০ টাকা।

উপজেলা কৃষি অধিদপ্তরের তথ্যমতে, উপজেলা কৃষি অফিসের সহায়তায় এবং নোয়াখালী, লক্ষীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি প্রদর্শনীর মাধ্যমে অসময়ে তরমুজ চাষ শুরু হয়। চলতি বছর সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের কৃষক আবুল ফয়েজের হাত ধরে এই প্রকল্পের আওতায় গোল্ডেন ক্রাউন জাতের তরমুজ আবাদ শুরু হয়। ২০ শতক জমিতে তিনি আবাদ করে বেশ লাভবানও হয়েছেন। আবুল ফয়েজের সফলতা দেখে আগ্রহ জন্মে আশপাশের কৃষকদের। এরই ফলশ্রুতিতে একই ইউনিয়নের আবুল হোসেন, তার ছোটভাই আবুল কাশেম আর আবুল হাশেম চাষে পা আগান।

আবুল হোসেন উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় ঢাকা থেকে ৭০ গ্রাম বীজ সংগ্রহ করেন। এরপর সিডলিং ট্রেতে ভার্মি কম্পোস্ট ও কোকোপিটের মাধ্যমে চারা উৎপাদন করেন। এরপর জমি ভালোভাবে ৬টি চাষ দিয়ে জমিতে গোবর, ভার্মি কম্পোস্ট, ডিএপি, এমওপি, জিপসাম, বোরন, ম্যাগনেশিয়াম, জিংক ও দানাদার কীটনাশক ছিটিয়ে বেড তৈরি করেন। তারপর পলিমালচিং সিট দিয়ে বেড ঢেকে দেন। চারার বয়স যখন ১০ দিন ১৮ ইঞ্চি পর পর মালচিং সিট গোল করে কেটে চারা রোপণ করেন তিনি। এরপর বাঁশ ও নাইলন দড়ি দিয়ে মাচা তৈরি করেন। একই পদ্ধতিতে এক সপ্তাহের ব্যবধানে চারা রোপণ করেন বাকি দুই ভাইও।

নিরাপদ তরমুজ উৎপাদন, রোগ-পোকা আক্রমণ হতে রক্ষা এবং উৎপাদন খরচ কমাতে তারা কৃষি অফিসের পরামর্শ মতে ব্যবহার করেন ফেরোমন ট্রাপ, হলুদ আঠালো ফাঁদ, পলিমালচিং এবং জৈব বালাইনাশকের মত আধুনিক প্রযুক্তি।

কৃষক আবুল হোসেন জানান, মে মাসের ২৩ তারিখে চারা লাগিয়ে তিনি ৬০-৭০ দিনের মাথায় ফলন পেয়েছেন। পুরো ৪২ শতক জমিতে তার খরচ লেগেছে ৬০ থেকে ৭০ হাজার টাকা। আর তিনি পুরো বাগান বিক্রি করেছেন আড়াই লাখ টাকায়। স্থানীয় একজন ব্যবসায়ী এসব ফল ঢাকার যাত্রাবাড়ীতে ফল ব্যবসায়ীদের কাছে বিক্রি করবে।

তিনি ইতোপূর্বে বেগুন, টমেটো, ঝিঙ্গা, শশিন্দাসহ নানা রকম সবজি চাষ করতেন। তবে এবার কৃষি কর্মকর্তাদের সহযোগিতায় কম সময়ে বেশি লাভবান হওয়ায় আবারও বিদেশি এ ফল চাষে আগ্রহের কথা জানিয়েছেন তিনি।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রতাপ চন্দ্র রায় বলেন, উপজেলা কৃষি অফিসের সহায়তায় সাতকানিয়ার ছদাহায় সর্বপ্রথম আবুল ফয়েজ নামে একজন গোল্ডেন ক্রাউন জাতের তরমুজ চাষ শুরু করেন। এরপর একই ইউনিয়নের আবুল হোসেন, আবুল হাশেম ও আবুল কাশেম বিদেশি এ ফল চাষ করতে আগ্রহী হন। তাদের আগ্রহে কৃষি অফিস থেকে পূর্ণাঙ্গ সহায়তার পাশাপাশি নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি প্রদর্শনী দেওয়া হয়। সেখানে প্রায় দুমাসের মাথায় ফলন আসে। প্রতিটি ফলের ওজন প্রায় আড়াই কেজি।

৬০ হাজার টাকা খরচে তারা আয় করেছেন প্রায় আড়াই লাখ টাকা। আবার যারা স্থানীয় বাজারে বিক্রি করেছেন তারা ৭০ টাকা কেজি দরে পাইকারি ছেড়েছেন, খুচরা বিক্রেতারা ১০০ থেকে ১২০ টাকায় বাজারে ছাড়ছেন। সাতকানিয়ায় বিদেশি এ ফলের আবাদ বাড়াতে কৃষি দপ্তরের চেষ্টা অব্যাহত আছে।

নতুন জাতের গোল্ডেন ক্রাউন তরমুজ চাষের ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে। স্থানীয় তিন তরুণ এ জাতের তরমুজ চাষ করে উপজেলার সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। জেলায় এই প্রথম অল্প জমি ও অল্প পুঁজি দিয়ে অনেক লাভের মুখ দেখছেন তারা।

বিএনএনিউজ২৪,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
ইন্দোনেশিয়ায় অ্যাপলের বিনিয়োগ বাড়ছে আসিয়ান চায় মিয়ানমারের জাতীয় নির্বাচনে সব দল ও মত অংশ নিক এ এফ হাসান আরিফের মৃত্যু: আজ রাষ্ট্রীয় শোক শেখ হাসিনা ও জয়ের ৩০০ মি.ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানে দুদক  নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান জোরদার হবে--পরিবেশ উপদেষ্টা নির্বাচনে ইভিএম ব্যবহারের আর প্রশ্নই আসে না: বদিউল আলম মজুমদার নতুন স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি সুবর্ণজয়ন্তীর নামে আওয়ামী লীগের শোডাউনের প্রস্তুতি, ভিডিও পাঠানো হবে হাসিনার কাছে তথ্য উপদেষ্টার সাথে সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সাক্ষাৎ দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মিরসরাইয়ের যুবক নিহত