19 C
আবহাওয়া
৬:৩৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » পূর্ব রামপুরায় যুবকের মরদেহ উদ্ধার

পূর্ব রামপুরায় যুবকের মরদেহ উদ্ধার

শেরপুরে বন্যার পানিতে নিখোঁজ ২ জনের মরদেহ উদ্ধার

বিএনএ, ঢাকা :রাজধানীর পূর্ব রামপুরা এলাকায় একটি বাসা থেকে আল মামুন (২৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দিবাগত ১টায় পুলিশ অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, স্হানীয়দের মাধ্যমে আমরা খবর পেয়ে পূর্ব রামপুরা এলাকার ২৬৯/১ নম্বর বাসায় যাই। বাসায় গিয়ে দেখি আল মামুন গলায় দড়ি পেচিয়ে ফাঁস দিয়ে ঝুলছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ওই বাসায় মামুন বন্ধুদের সঙ্গে ভাড়া থাকতেন। ঈদের ছুটিতে তিন বন্ধু গ্রামের বাড়িতে গেলেও তিনি একা বাসায় ছিলেন। তবে কী কারণে তিনি ফাঁস নিয়েছেন তা জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতের বাড়ি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার গোয়াল পাড়ার আব্দুল হাকিমের ছেলে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
বিএনএ/আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ