19 C
আবহাওয়া
৩:৫২ অপরাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » পরকীয়ার জের: নাক-কান কর্তন

পরকীয়ার জের: নাক-কান কর্তন

পাঞ্জাব

বিএনএ,বিশ্ব ডেস্ক: স্ত্রীর সাথে পরকীয়া সম্পর্কে লিপ্ত হওয়ায় পাকিস্তানে প্রতিবেশি এক যুবকের নাক ও কান কেটে দিয়েছে এক ব্যক্তি।ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (২২ জুলাই) দেশটির পাঞ্জাব প্রদেশের মুজফ্‌ফরগড়ে।

খবরে প্রকাশ, মুহাম্মদ আকরাম কাজ সেরে বাড়ি ফিরছিলেন। আগে থেকে সড়কে কয়েকজনকে সঙ্গে নিয়ে অপেক্ষমান একই এলাকার ক্ষুব্ধ আবদুল কাইয়ুম। সামনে আসতেই প্রথমে তাদের মধ্যে বচসা বাধে। কেন তার স্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, তা নিয়ে আকরাম কে হেনস্থা করতে শুরু করেন তারা।

পাঞ্জাব  পুলিশ জানায়,  একপর্যায়ে আকরামকে একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে ধস্তাধস্তি শুরু হলে, সকলে মিলে আকরামকে চেপে ধরেন এবং কাইয়ুম ছুরি দিয়ে তার নাক ও কান কেটে নেন। পরে গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মুলতানের নিশতর হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় অভিযুক্ত কাইয়ুমকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধ স্বীকার করে বলেছেন, তার স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কে লিপ্ত হওয়ায় প্রচণ্ড রাগ থেকে এ ঘটনা ঘটিয়েছেন। তার সহযোগীদের গ্রেপ্তারে পুলিশী তল্লাশী চলছে।

বিএনএনিউজ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ