19 C
আবহাওয়া
১১:৪৩ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » হলিউডে ডাক পাচ্ছেন রিয়া!

হলিউডে ডাক পাচ্ছেন রিয়া!

রিয়া

বিনোদন ডেস্ক: শোনা যাচ্ছে, হলিউডে পাড়ি দেওয়ার ডাক পাচ্ছেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বেশ আলোচনায় ছিলেন রিয়া। এই অভিনেতার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। কিন্তু তার মৃত্যুর পর অনেকেই রিয়াকে দোষারোপ শুরু করেন। এছাড়া মাদক মামলায় গ্রেপ্তারও হন রিয়া। যদিও পরবর্তী সময়ে জামিনে মুক্ত হন।

এদিকে বেশ কিছুদিন আড়ালে ছিলেন রিয়া। এছাড়া নতুন কোনো বলিউড সিনেমাতেও তার চুক্তির খবর নেই। মাঝে জানা যায়, বলিউডে কাজ না পেয়ে ভারতের দক্ষিণী সিনেমাতে চেষ্টা করছেন তিনি। তবে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, হলিউড থেকে সিনেমার সুযোগের প্রস্তাব পাচ্ছেন রিয়া।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, হলিউডের তিনটি ট্যালেন্ট এজেন্সি রিয়ার সঙ্গে যোগাযোগ করেছে। তারা হলিউডের নামি পরিচালকের সঙ্গে এ অভিনেত্রীর কাজের ব্যবস্থা করে দিতে চাইছে। তবে হলিউড সিনেমায় কাজের ব্যাপারে রিয়ার আগ্রহ থাকলেও এই ধরনের প্রস্তাবে এখনো সম্মতি দেননি তিনি।

‘বিগ বস’ রিয়েলিটির শোয়ের পরবর্তী সিজনে রিয়াকে দেখা যাবে বলে গুঞ্জন চাউর হয়েছে। পাশাপাশি ‘চেহরে’ নামের একটি সিনেময় অভিনয় করছেন এ অভিনেত্রী। দুই বছর আগেই এতে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। সিনেমাটিতে আরো অভিনয় করছেন অমিতাভ বচ্চন, ইমরান হাশমি প্রমুখ।

গত বছরের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার বাড়ি থেকে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মরদেহ উদ্ধা করা হয়। শুরুতে মুম্বাই পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে তা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই) এর হাতে উঠে তদন্তভার। সুশান্তের মৃত্যুর ঘটনায় করা মামলায় রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাপ থেকে মাদক সেবনের বিষয়টি সামনে আসে। এরপর রিয়ার মাদককাণ্ড নিয়ে এনসিবি পৃথক তদন্ত শুরু করে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ