Bnanews24.com
Home » সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ-জিম্বাবুয়ে
ক্রিকেট খেলা টপ নিউজ

সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ-জিম্বাবুয়ে

ক্রিকেট

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতায় রয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ফলে তৃতীয় ম্যাচটি সিরিজ নির্ধারণী ম্যাচে পরিণত হয়েছে। সিরিজ জয়ের লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। হারারেতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায়।

জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্ট জয়ের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে নিজেদের একক প্রাধান্যের প্রমাণ দিয়েছে বাংলাদেশ। এই নিয়ে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে ছয়বার জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। তবে জিম্বাবুয়ের মাটিতে প্রথম হোয়াইটওয়াশ।

এরপর তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে নিজেদের শততম টি-টোয়েন্টিতে জয় নিশ্চিত করে সফররত বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিততে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামে মাহমুদউল্লাহ রিয়াদরা। কিন্তু দ্বিতীয় ম্যাচে ২৩ রানে হারলে এই সিরিজে প্রথম জয় তুলে নেয় জিম্বাবুয়ে। ফলে সমতায় ফেরে তারা।

তৃতীয় ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

মোহাম্মদ নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, শামীম পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ/মোস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম।

তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের সম্ভাব্য একাদশ:

তাদিওয়ানাশে মারুমানি, রেগিস চাকাভা, ওয়েসলে ম্যাধভেরে, ডিওন মেয়ার্স, সিকান্দার রাজা, রায়ান বার্ল, লুক জংউই, মিল্টন সুম্বা, ওয়েলিংটন মাসাকাদজা, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজারাবানি।

বিএনএনিউজ২৪/এমএইচ