25 C
আবহাওয়া
৪:১১ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » সিলেটে ভারতীয় চিনি জব্দ

সিলেটে ভারতীয় চিনি জব্দ

সিলেটে ভারতীয় চিনি জব্দ

বিএনএ, সিলেট: সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে দুটি বারকি নৌকায় করে নিয়ে আসা ৪২ বস্তা ভারতীয় চিনির অবৈধ চালান জব্দ করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকা ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা।

মঙ্গলবার (২৫ জুন) সকাল ৮টার দিকে উপজেলার জৈন্তাপুর ইউনিয়ন সংলগ্ন চাঙ্গিল ব্রিজের নিচে এ অভিযান চালায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল জৈন্তাপুর ইউনিয়নের সংলগ্ন চাঙ্গিল ব্রিজের নিচে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা নৌকা দুটি ফেলে পালিয়ে যায়। পরে নৌকা থেকে ৪২ বস্তা চিনি উদ্ধার করা হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ৪২ বস্তা চিনি জব্দ করা গেলেও কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় বিধি মোতাবেক মামলা দায়ের করা হবে। এছাড়া চোরাচালান ও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ