বিএনএ, ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কোতে একটি অফিস ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ জন নিহত হয়েছে। এর মধ্যে দুজন নিহত হয়েছেন জানালার মাধ্যমে ঝাঁপ দিয়ে নিচে পড়ে।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি সোমবার (২৪ জুন) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোর কাছে একটি বড় অফিস ভবনে অগ্নিকাণ্ডে অন্তত আটজন নিহত হয়েছেন বলে আঞ্চলিক গভর্নর আন্দ্রে ভোরোবিভ জানিয়েছেন।
রাজধানীর প্রায় ২৫ কিলোমিটার (১৫.৫ মাইল) উত্তর-পূর্বে ফ্রাইজিনোতে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় মাত্র একজনকে উদ্ধার করা হয়েছে।
অনলাইনে ফুটেজে দেখা গেছে, আটতলা কমপ্লেক্সের ওপরের তলা থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে। অবশ্য ভবনটি পরস্পরবিরোধী প্রতিবেদন রয়েছে। তাস অনুসারে, এটি একসময় প্লাটান গবেষণা ইনস্টিটিউট এবং প্রতিরক্ষা শিল্পের অফিস ছিল।
আন্দ্রে ভোরোবিভ বলেছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৪ বছর বয়সী এক ব্যক্তিকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া আগুনে আহত দুই দমকলকর্মীকেও চিকিৎসা করা হচ্ছে। স্থানীয় জরুরি পরিষেবাগুলো জানিয়েছে, ওই ব্যক্তিই একমাত্র ব্যক্তি যিনি আগুন থেকে উদ্ধার হয়েছেন।
রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, ১৩০ জনেরও বেশি লোক এবং দুটি হেলিকপ্টার আগুন নেভানোর কাজে নিয়োজিত ছিল।
বিএনএ/ ওজি