26 C
আবহাওয়া
৫:৪৭ অপরাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » ময়মনসিংহে ক্যাটল স্পেশাল ট্রেন লাইনচ্যুত

ময়মনসিংহে ক্যাটল স্পেশাল ট্রেন লাইনচ্যুত


বিএনএ, ময়মনসিংহ: জামালপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহ আউটার স্টেশনের কাছে ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ লাইনচ্যুতির ঘটনা ঘটেছে।রোববার (২৫ জুন) সকালে নগরীর বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে। এ কারণে ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রেলওয়ে পুলিশের এসআই দীপক চন্দ্র এ তথ্য নিশ্চিত করেন।

সূত্র জানায়, কোরবানির গরু বোঝাই ট্রেনটি শনিবার (২৪ জুন) রাত দেড়টার দিকে ময়মনসিংহ জংশন ছেড়ে যাবার সময় চারটি চাকা লাইনচ্যুত হয়। পরবর্তীতে রোববার সকাল ৭টা ৫০ মিনিটে উদ্ধার কাজ শেষ করে ট্রেনটি ছাড়লে ৫ মিনিটের মধ্যে ফের দুটি চাকা লাইনচ্যুত হয়।

ময়মনসিংহ লোকোশেডের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, গরু নিয়ে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল ট্রেনটি। দুই দফা ট্রেনটি লাইনচ্যুত হলে উদ্ধার অভিযান চালানো হয়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ