17 C
আবহাওয়া
৭:১৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » ১৩ লাখ গাড়ি প্রত্যাহার করবে হোন্ডা

১৩ লাখ গাড়ি প্রত্যাহার করবে হোন্ডা


বিএনএ, বিশ্বডেস্ক : সারা বিশ্ব থেকে প্রায় ১৩ লাখ গাড়ি প্রত্যাহার করবে হোন্ডা মোটরস। রেয়ারভিউ ক্যামেরার কাজ ঠিক আছে কিনা তা যাচাই করতেই গাড়িগুলো প্রত্যাহার করা হচ্ছে।

শুক্রবার (২৪ জুন) যুক্তরাষ্ট্রের হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের (এনএইচটিএসএ) বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

হোন্ডা মোটরস সংবাদমাধ্যমকে জানায়, যুক্তরাষ্ট্র থেকে ১২ লাখ, কানাডা থেকে ৮৮ হাজার ও মেক্সিকো থেকে ১৬ হাজার গাড়ি প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, প্রত্যাহার করা গাড়িগুলোর মধ্যে আছে ২০১৮-২০২৩ ওডেসি, ২০১৯-২০২২ পাইলট ও ২০১৯-২০২৩ পাসপোর্ট।

এতে আরও বলা হয়, অনেক গাড়ির ক্যাবল সংযোগে সমস্যা থাকায় রেয়ারভিউ ক্যামেরার ছবি ডিসপ্লেতে ঠিকমতো আসছে না।

২০২১ সালে হোন্ডা মোটর তাদের যেসব গাড়ির রেয়ারভিউ ক্যামেরায় সমস্যা হচ্ছে, সেগুলোর ওয়ারেন্টির সময় বাড়ানোর ঘোষণা দেয়।

গাড়ি নির্মাণ প্রতিষ্ঠানটি আরও জানায়, ২০১৭ সালের মে থেকে চলতি জুন পর্যন্ত এনএইচটিএসএর কাছে এই সমস্যা নিয়ে ২ লাখ ৮৩ হাজার ৮৭০টি গাড়ির ওয়ারেন্টি বাড়ানোর দাবি জানানো হয়েছে।

তবে এ সংক্রান্ত কোনো দুর্ঘটনার সংবাদ এখন পর্যন্ত পাওয়া যায়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ