21 C
আবহাওয়া
৮:৪২ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » পিছু হঠার ঘোষণা প্রিগোজিনের

পিছু হঠার ঘোষণা প্রিগোজিনের


বিএনএ, বিশ্বডেস্ক : ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিন পিছু হটার ঘোষণা দিয়েছেন। বলেছেন, রক্তপাত এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। খবর বিবিসি।

বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর কার্যালয় জানিয়েছে, তিনি ওয়াগনার প্রিগোজিনের সঙ্গে একটি সমঝোতা করেছেন।

ইয়েভগেনি প্রিগোজিনের বিবৃতি :

“তারা ওয়াগনার সামরিক কোম্পানি ভেঙে দিতে চেয়েছিল। আমরা ২৩ শে জুন ন্যায়বিচারের পদযাত্রা শুরু করেন।

২৪ ঘন্টার মধ্যে আমরা মস্কো থেকে ২০০ কিলোমিটারের মধ্যে পৌঁছে গেলাম। এই সময়ে আমরা আমাদের যোদ্ধাদের রক্তের এক ফোঁটাও ঝরিয়ে দেয়নি।

এখন এমন সময় এসেছে যখন রক্ত ঝরানো যেতে পারে। [সুযোগের জন্য] দায়িত্ব বোঝা যে রাশিয়ার রক্ত হবে একদিকে ছড়িয়ে পড়া, আমরা আমাদের কলামগুলি ঘুরিয়ে মাঠে ফিরে যাচ্ছি। “

প্রিগোজনির বক্তব্য তার টেলিগ্রাম চ্যানেলে আরও দেখা হয়েছে তিন মিলিয়নেরও বেশি বার।

বেলারুশের প্রেসিডেন্টের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রচারিত ঘোষণায় বলা হয়েছে, প্রিগোজিন রাশিয়াজুড়ে ওয়াগনার যোদ্ধাদের আরও চলাচল বন্ধ করতে সম্মত হয়েছেন।

এর আগে মস্কো ও এর আশপাশের এলাকার কর্তৃপক্ষ জানায়, প্রিগোজিন দাবি করার পর তারা ‘সন্ত্রাসবিরোধী’ জরুরি অবস্থা ঘোষণা করেছে। ওয়াগনার বাহিনী মস্কোর দিকে রওয়ানা করে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ