বিএনএ, ঢাকা: রাজধানী ঢাকায় রাজশাহী অঞ্চলের আম পৌঁছে দিতে গত ১৩ জুন চালু হয় ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে রাজশাহী হয়ে ট্রেনটি ঢাকায় যাচ্ছিল। সর্বশেষ ২৩ জুন আম নিয়ে এই ট্রেন ঢাকায় পৌঁছায়।
এর আগে গত ১৩ জুন এই রুটে আনুষ্ঠানিকভাবে চলাচল শুরু করে ‘ম্যাংগো স্পেশাল’ ট্রেন। অর্থাৎ মাত্র ১১ দিন চলেছে বিশেষ এই ট্রেন।
জানতে চাইলে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বলেন, স্থানীয় আম চাষি ও ব্যবসায়ীরা কুরিয়ার সার্ভিসেই আম পাঠাচ্ছেন। অথচ তাদের সঙ্গে আলোচনা করেই এই বিশেষ ট্রেনটি চালু করেছিল পশ্চিমাঞ্চল রেলওয়ে।
তারা চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে কুরিয়ার সার্ভিসে আম ঢাকায় পাঠাচ্ছেন ১২ থেকে ১৫ টাকা কেজি ভাড়ায়। অথচ রেলওয়ের আম পরিবহন খরচ কমপক্ষে দশগুণ কম। এরপরও আম চাষি ও ব্যবসায়ীরা ম্যাংগো স্পেশাল ট্রেনের সুযোগটাকে কাজে লাগালেন না। তারা ট্রেনে আম বুকিংয়ের হার কমিয়ে দেওয়ায় ম্যাংগো স্পেশাল ট্রেনটি ২৪ জুন বন্ধ করে দেওয়া হয়েছে।
বিএনএ/এমএফ