29 C
আবহাওয়া
৪:৫৩ অপরাহ্ণ - আগস্ট ৭, ২০২৫
Bnanews24.com
Home » প্রাথমিকে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি ১৯ দিন

প্রাথমিকে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি ১৯ দিন

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল স্থগিত

বিএনএ ডেস্ক: ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৯ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ জুন থেকে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি শুরু হবে।

শনিবার (২৫ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

মাহবুবুর রহমান জানান, গ্রীষ্মকালীন ছুটি, কোরবানি ঈদ ও আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে মোট ১৯ দিন প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।

এসব ছুটির মধ্যে ২৮ জুন থেকে ৫ জুলাই গ্রীষ্মকালীন ছুটি, ৬ জুলাই থেকে ১৬ জুলাই ঈদুল আজহা এবং আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে বিদ্যালয়ে সরাসরি পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে।

এছাড়া ৩ জুলাই থেকে মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি শুরু হওয়ার কথা রয়েছে।

বিএনএ/ আর

Loading


শিরোনাম বিএনএ