17 C
আবহাওয়া
১১:১৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » বিমান বাহিনীর বর্ণিল মহড়া

বিমান বাহিনীর বর্ণিল মহড়া


বিএনএ, মুন্সীগঞ্জ : পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বর্ণিল মহড়া করছে বাংলাদেশ বিমান বাহিনী। শনিবার (২৫ জুন) বেলা ১২টা ১৩ মিনিটের দিকে বিমান বাহিনীর এ মহড়া শুরু হয়।

উদ্বোধনের পর প্রধানমন্ত্রী মাওয়া পয়েন্ট থেকে শরীয়তপুরের জাজিরা পয়েন্টের উদ্দেশে যাত্রা শুরু করেন। বিমান মহড়া শুরু হলে প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমে পদ্মা সেতুতে দাঁড়িয়ে বিমান বাহিনীর মহড়া দেখেন।

বিমান বাহিনীর মহড়ায় অংশ নিচ্ছে বিমান বাহিনীর ৩১টি বিমান ও হেলিকপ্টার। রং ছড়িয়ে অন্যরকম এক সৌন্দর্য সৃষ্টি করে বিমান ও হেলিকপ্টারগুলো। প্রধানমন্ত্রী করতালি দিয়ে এসময় অভিবাদন জানান।

প্রদর্শনীতে অংশ নেয়া বিমানবাহিনীর দুটি করে মিগ-২৯, এফটি-৭ বিজি বা এফ-৭ এমবি এফ-৭ বিজিআই-এর সমন্বয়ে দেখানো হচ্ছে স্মোক পাস। ফ্লাই পাস্ট (এফপি) প্রদর্শনে থাকবে তিনটি এফ-৭ বিজিআই বা বিজি, একটি সি-১৩০জে ও পাঁচটি কে-৮ ডব্লিউর সমন্বয়ে স্মোক পাস, তিনটি এল-৪১০ ও পাঁচটি গ্রোব-১২০ টিপির সমন্বয়ে ফ্লাই পাস্ট প্রদর্শন করা হয়।

সকাল ১০টায় পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া পয়েন্টে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেন শেখ হাসিনা। পরে পদ্মা সেতুর উদ্বোধন করেন তিনি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ