বিএনএ ডেস্ক: বহুল প্রতীক্ষিত পদ্মা বহুমুখী সেতু প্রথম পাড়ি দিয়েছেন সরকার প্রধান শেখ হাসিনা। এজন্য প্রথমে নিজের যানবাহনের টোল পরিশোধ করেন তিনি।
শনিবার (২৫ জুন) বেলা ১১টা ৪৭ মিনিটে পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া টোল প্লাজায় টোল দেন তিনি। গাড়ির টোল হিসেবে নিজেই ৭৫০ টাকা দেন তিনি।

পদ্মা সেতুর টোল আদায়কারী কর্মকর্তা জানান, নিজের গাড়ি ছাড়াও বহরের সবগুলো গাড়ির টোল দিয়েছেন তিনি। এজন্য তিনি মোট ১৬ হাজার ৪০০ টাকা দিয়েছেন। প্রধানমন্ত্রীর গাড়িবহরে ১৮টি গাড়ি ছিলো।
কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রীই প্রথম ব্যক্তি যিনি টোল দিয়ে পদ্মা সেতু পার হয়েছেন। টোল পরিশোধের পর তিনি মাওয়া প্রান্ত থেকে পদ্মা সেতুর উপর দিয়ে শরীয়তপুরের জাজিরা প্রান্তে যান।
পদ্মা সেতু আজ উদ্বোধন করা হলেও রোববার (২৬ জুন) সকাল ৬টায় যানবাহন চলাচল শুরু হবে।
বিএনএ/এইচ.এম