17 C
আবহাওয়া
১১:১৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » পদ্মা সেতুর উদ্বোধন: স্মারক নোট, ডাকটিকিট প্রকাশ

পদ্মা সেতুর উদ্বোধন: স্মারক নোট, ডাকটিকিট প্রকাশ

পদ্মা সেতুর উদ্বোধন: স্মারক নোট, ডাকটিকিট প্রকাশ

বিএনএ ডেস্ক: পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে স্মারকপত্র ও উদ্বোধনী খাম, স্মারক ডাকটিকিট, স্যুভেনির শিট ও সিলমোহর প্রকাশ করা হয়েছে। শনিবার (২৫ জুন) সকাল সোয়া ১১টায় মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশে এগুলো প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ টাকা মূল্যমানের একটি ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫০ টাকা মূল্যমানের চারটি স্মারকপত্র এবং ৫ টাকার একটি ডাটা কার্ড অবমুক্ত করেন।

পদ্মা সেতুর উদ্বোধন: স্মারক নোট, ডাকটিকিট প্রকাশ
পদ্মা সেতুর উদ্বোধন: স্মারক নোট, ডাকটিকিট প্রকাশ

প্রধানমন্ত্রী স্ব-অর্থায়নে দেশের বৃহত্তম মেগা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে ডাকটিকিট, উদ্বোধনী খাম, স্যুভেনির শীট এবং ডাটা কার্ড অবমুক্ত করেন। তিনি এসময় একটি বিশেষ সিলমোহর ব্যবহার করেন।

পদ্মা সেতুর উদ্বোধনে স্মারক ১০০ টাকার নোট প্রকাশ
পদ্মা সেতুর উদ্বোধনে স্মারক ১০০ টাকার নোট প্রকাশ

সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জোব্বার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. ফয়জুল আজিম প্রমুখ উপস্থিত ছিলেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ জানায়, ডাকটিকিট, উদ্বোধনী খাম, স্মারকপত্র ও ডাটা কার্ড ঢাকা জিপিও’র ফিলাটেলিক ব্যুরো এবং পরবর্তীতে সারা দেশের অন্যান্য জিপিওসহ প্রধান পোস্ট অফিসে পাওয়া যাবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ