28 C
আবহাওয়া
১২:৪৫ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » আমরা অপমানের প্রতিশোধ নিয়েছি: সেতুমন্ত্রী

আমরা অপমানের প্রতিশোধ নিয়েছি: সেতুমন্ত্রী


বিএনএ, ঢাকা : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে আমরা আমাদের অপমানের প্রতিশোধ নিয়েছি। শনিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানের চেয়ারপারসন ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুর বীর কন্যা শেখ হাসিনা, আপনাকে অভিবাদন। আপনাকে স্যালুট করি। গোটা জাতি আজ আপনাকে স্যালুট করে। সারাবিশ্বে আজ আপনি প্রশংসিত।’

ওবায়দুল কাদের বলেন, ‘আপনি (প্রধানমন্ত্রী) প্রমাণ করেছেন, ইয়েস, উই ক্যান। আমরাও পারি। নিজের টাকায় করব। প্রমাণ করেছেন নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণ করেছেন। মাথা নত করেনি বঙ্গবন্ধু কন্যা। কী দুঃসময়, কী চ্যালেঞ্জ, চক্রান্ত, দেশে-বিদেশে। সবকিছুকে অতিক্রম করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রমাণ করেছেন আমরা বীরের জাতি।’

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার মতো এমন কমিটেড মানুষ যদি না থাকতেন এমন সঙ্কট, এত প্রতিবন্ধতা অতিক্রম করতে পারতাম না। যারা পদ্মা সেতুর নির্মাণের সঙ্গে জড়িত ছিলেন তারা জানেন এখানে কাজ করা কঠিন ছিল। বঙ্গবন্ধুর কন্যার ডাকে সাড়া দিয়ে পদ্মাপাড়ের অনেক মানুষ তাদের বাপ-দাদার বাড়ি ছেড়ে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। পদ্মা সেতুর জন্য একজনেরই কৃতিত্ব। তিনি হলেন বঙ্গবন্ধুর কন্যা, শেখ হাসিনা। কেন পদ্মা সেতুর সঙ্গে তার নাম থাকবে না সেটাই ছিল সবার দাবি। কিন্তু তিনি সেটি গ্রহণ করেননি। কাগজের লেখা নাম ছিঁড়ে যাবা, ব্যানারে লেখা নাম ছিঁড়ে যাবে, পাথরে লেখা নাম মুছে যাবে, কিন্তু হৃদয়ে লেখা নাম রয়ে যাবে। যতদিন পদ্মা সেতু থাকবে সম্মানের সঙ্গে আপনার নামটি উচ্চারিত হবে।

‘একা নন প্রধানমন্ত্রী, শেখ রেহানার কী অপরাধ ছিল? জয়ের কী অপরাধ ছিল? পুতুলের কী অপরাধ ছিল? একটা পরিবারকে টার্গেট করে হেনস্তা করা হয়েছে। একটা পরিবারকে অপমান করা হয়েছে এই সেতুর প্রকল্প থেকে সরে গিয়ে। অপবাদ দিয়েছে দুর্নীতির। আজকে বঙ্গবন্ধু পরিবার, আমাদের সাবেক উপদেষ্টা, সচিব, অনেককেই অপমান করা হয়েছে’, বলেন তিনি।

 

তিনি আরও বলেন, ‘এটা (পদ্মা সেতু) আমাদের সক্ষমতার প্রতীক, সেটা সত্যি। তারচেয়েও বড় সত্য আমরা আমাদের অপমানের প্রতিশোধ নিয়েছি।’

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ