বিএনএ, কক্সবাজার : আজ শনিবার উদ্বোধন হতে যাচ্ছে জাতির গর্ব ও অর্থনৈতিক সক্ষমতার প্রতীক স্বপ্নের পদ্মা সেতু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেতুর উদ্বোধন করবেন। পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে কক্সবাজার জেলা প্রশাসন।
ঐতিহাসিক এ আয়োজনকে স্মরণীয় করে রাখতে জেলা প্রশাসন সকল শ্রেণী-পেশার মানুষকে নিয়ে শহীদ দৌলত ময়দান থেকে সরাসরি অনুষ্ঠানটি উপভোগ করবে। অনুষ্ঠানে সকাল ১০ টা ১৫ মিনিটে মাননীয় প্রধানমন্ত্রীর প্রধান অতিথি হিসেবে ভাষণ দেয়ার কথা রয়েছে। ভাষণ শেষে তিনি মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী ফলক উম্মোচন ও মোনাজাতে অংশ নেবেন। পরে প্রধানমন্ত্রী পদ্মা সেতুর উপর দিয়ে জাজিরা প্রান্তে গমন এবং উদ্বোধনী ফলক উম্মোচন ও মোনাজাত করবেন। এর আগে প্রামাণ্যচিত্র প্রদর্শন ও থিম সং পরিবেশন করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
সন্ধ্যায় এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। এতে শিল্পী মেহরিন সহ স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করবেন।
বিএনএনিউজ/মোঃ রেজাউল করিম/এইচ.এম।