29 C
আবহাওয়া
৮:৩৪ পূর্বাহ্ণ - জুলাই ২০, ২০২৪
Bnanews24.com
Home » আগ্রাবাদের বেপারীপাড়ায় ইসলামী ব্যাংকের আউটলেট

আগ্রাবাদের বেপারীপাড়ায় ইসলামী ব্যাংকের আউটলেট

চট্টগ্রামের আগ্রাবাদের বোপারীপাড়ায় ইসলামী ব্যাংকের আউটলেট

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড’র এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার  (২৪ জুন) এক্সেস রোডের বেপারীপাড়ায় হালিশহর শাখার অধীনে এই আউটলেট শুভ উদ্বোধন করা হয়। আউটলেটটি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যাংকের এসইভিপি ও উত্তর জোন প্রধান নাইয়ার আজম।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক হালিশহর শাখা প্রধান ও এসভিপি নাজিম উদ্দিন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন  শাখার এজেন্ট ব্যাংকিং ইনচার্জ  ও এসপিও মো. ইলিয়াছ। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন শাখার ইউপিডিএস ইনচার্জ এন আজিজ।

এতে আউটলেটটির সত্ত্বাধিকারী ও নাহার এন্টারপ্রাইজের মালিক লুৎফুন নাহার ও আব্দুল বাতেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এটি ইসলামী ব্যাংকের ২৩৮২ তম আউটলেট, চট্টগ্রাম উত্তর জোনের ৭০ তম এবং হালিশহর শাখার চতুর্থ আউটলেট।

বিএনএনিউজ২৪/আমিন

Loading


শিরোনাম বিএনএ