25 C
আবহাওয়া
৭:১৪ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » মিয়ামিতে ১২ তলা ভবন ধস, নিখোঁজ ৯৯

মিয়ামিতে ১২ তলা ভবন ধস, নিখোঁজ ৯৯


বিএনএ, বিশ্বডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উত্তর মিয়ামির সার্ফসাইড শহরে একটি ১২ তলা আবাসিক ভবন ধসে পড়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এ ভবনধসের ঘটনা ঘটে। এখন পর্যন্ত এক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উদ্ধার করা হয়েছে ৩৫ জনকে।

বন ধসের ঘটনায় নিখোঁজের সংখ্যা বেড়ে ৯৯ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন মিয়ামির মেয়র।

কর্মকর্তারা জানিয়েছেন, জীবিত উদ্ধার হওয়া ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

উদ্ধার অভিযান চলছে । নিখোঁজদের মধ্যে প্যারাগুয়ের ফার্স্ট লেডির বোন, বোন জামাই ও তাদের তিন সন্তান রয়েছে বলে জানিয়েছে প্যারাগুয়ে কর্তৃপক্ষ। নিখোঁজদের মধ্যে অনেকেই লাতিন আমেরিকার অভিবাসী বলে জানিয়েছে তাদের কনস্যুলেট। এছাড়াও ১০২ জন নিরাপদে রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

১৯৮০ সালে তৈরি করা ১২-তলা আবাসিক ভবনের ১৩০ ইউনিটের অর্ধেক অংশ ধসে যায়। ভবনটি ধ্বংসের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।।

বিএএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ