16 C
আবহাওয়া
১:২১ অপরাহ্ণ - জানুয়ারি ১, ২০২৫
Bnanews24.com
Home » মিয়ানমারের ২০ সৈন্যকে হত্যার দাবি

মিয়ানমারের ২০ সৈন্যকে হত্যার দাবি

মিয়ানমারের ২০ সৈন্যকে হত্যার দাবি

বিএনএ,মিয়ানমার ডেস্ক : পিপলস ডিফেন্স ফোর্সের(পিডিএফ) সাথে তীব্র সংঘর্ষের ঘটনায় মিয়ানমারের কমপক্ষে ২০ সৈন্য নিহত ও উভয়পক্ষে অর্ধশত লেfক আহত হয়। মঙ্গল ও বুধবার সাগাইং অঞ্চলের রাজধানী মনিওয়ায় এ সংঘর্ষ হয়।

ইনমাবিন টাউনশিপের হৃতয়া কিন নামক গ্রামে  সরকার বিরোধী আন্দোলনে জড়িত পিডিএফ কর্মীদের খোঁজে বাড়ি বাড়ি তল্লাশি চালায় মিয়ানমার সৈন্যরা। এসময় মোটরসাইকেলের কাগজপত্র ও মোবাইল ফোন চেক করছিল। ৫০জন সৈন্যের দলটি তল্লাশিকালে বিক্ষুব্ধ পিডিএফ কর্মীরা সেনাদের বহনকারি একটি ট্রাকে অগ্নিসংযোগ ও বোমা হামলা চালায়। এতে সংঘর্ষ চারদিকে ছড়িয়ে পড়ে।

সেনা সদস্যরা বেশ কয়েকটি বাড়িতে আগুন দেয় এবং সহস্রাধিক গ্রামবাসীকে ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করে।

পিডিএফ এর পক্ষ থেকে সংঘর্ষে তাদের একজন সদস্য নিহত ও কয়েকজন আহত হবার ঘটনা স্বীকার করেন।   খবর মিয়ানমার নাও।

সরকার বিরোধী আন্দোলনকারী স্থানীয় রাজনৈতিক কর্মীদের সংগঠনের নাম পিডিএফ।

বিএনএনিউজ২৪,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ