29 C
আবহাওয়া
৫:০৯ পূর্বাহ্ণ - এপ্রিল ২৭, ২০২৪
Bnanews24.com
Home » ‘শাবানা-ববিতা মদ খায় নি,পরীমনি কেন খায়?’ -পরিচালক ঝন্টু

‘শাবানা-ববিতা মদ খায় নি,পরীমনি কেন খায়?’ -পরিচালক ঝন্টু

'শাবানা-ববিতা মদ খায় নি,পরীমনি কেন খায়?' -চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু

‘আহারে একটু জিরান এইবার। ক্ষমা দেন। অন্যায়কে অন্যায় বলতে শিখেন! অপরাধীকে অপরাধী বলতে শিখেন’।-পরীমনি 

 

চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, সিনেমা ইন্ডাস্ট্রিতে মেয়েরা এসে যদি বিপদে পড়ে, তবে সেটা তাদেরই দোষ। কারণ তুমি বিপদে পড়ার মতো কাজ করো কেন? রাত ১২টার সময় তুমি ক্লাবে যাও কেন? দোষটা আসলে কার?

ঝন্টু বলেন, পরীমনির ঘটনায় ইন্ডাস্ট্রির লোকজন যে কথাবার্তা বলেছে, সেগুলো বলে কেন? আরও তো অনেক নায়িকা আছে। মাহি আছে, বুবলি আছে। কিন্তু পরীমনির কথা এভাবে আসলো কেন?

তিনি আরও বলেন, পরীমনি এখন কাঁদে, কেন? তুমি রাত ১২টায় ক্লাবে কী চাও? তুমি মেয়ে, তোমার ভয় নেই? তুমি শারীরিক নির্যাতনের শিকার হতেই পারো গুন্ডা বদমাইশের। তুমি মাঝ রাতে ক্লাবে গিয়ে নাচবে কেন, ড্রিংক করবে কেন? এসময় শাবানা-ববিতাদের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, তারা কি ড্রিংক করেছে? তারা তো মদ খায়নি। পরীমনি এখন কেঁদে কেঁদে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায়। প্রধানমন্ত্রীর কি আর কাজ নেই?

ঝন্টু আরও বলেন, পরীমনি মাঝ রাতে ক্লাবে গিয়ে নাচানাচি করে ড্রিংক করে পড়ে আছে। এমন কথা শোনার পর আমাদের লজ্জা হয়। তার সম্পর্কে আমি কী বলবো? তার সম্পর্কে আরো অনেক কিছুই বলতে পারি কিন্তু এটা আমার ঘারেই পড়বে।একটা মেয়ে মদ খায় কেন? বয়স কত ২৫ বছরের মতো হবে। তার পক্ষে বলার মতো মুখ আমাদের নেই।

কেউ যদি প্রশ্ন করে, রাতে ক্লাবে গিয়ে নাচানাচি করে কেন, মদ খায় কেন, তবে আমি কী উত্তর দেবো। একজন ভালো মানুষ হয়ে থাকলে এটার উত্তর আমার কাছে নেই। উত্তর একটাই ‘সরি’।

May be an image of 1 person, standing, military uniform and outdoors
এরপর ফেসবুকে যা লেখেন নায়িকা পরীমনি
আপনি পরিচালক হইয়া ৫ বছরে একটা সিনেমা বানান আর আমার এক বছরে পাঁচ সিনেমা রিলিজ হয়, আমার তো প্রচুর সমস্যা!
এদিকে বৃহস্পতিবার (২৪ জুন) সন্ধ্যায় স্মৃতি পরীমনি নামে একটি ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাস নায়িকা তার ভেরিফায়েড পেজ থেকে শেয়ার করেন। তবে তিনি কাকে উদ্দেশ্য করে এ স্ট্যাটাস দিয়েছেন, তা স্পষ্ট করেননি। ঢালিউড অভিনেত্রীর এই স্ট্যাটাস পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

 

‘সমস্যা হইলো …
আমি মাইয়া লোক কিন্তু লুতুপুতু মাইয়া টাইপ আচরণ করি নাই আপনার সাথে, ঘইটা গেল সমস্যা!
চিকন সুরে ভাইয়া ভাইয়া করিনাই আপনারে, বিশাল সমস্যা!
কাজের ফাঁকে আলগা রসের পিরিতের আলাপ করি নাই, ব্যাস এইতো সমস্যা!
কাজে মত প্রকাশের অধিকার দেখাইছি, তাতেই সমস্যা!
 

আপানার চোক্ষের সামনে আরো পাঁচ-দশ জনের মতো না হারাইয়া যাইয়া দিন দিন ক্যারিয়ার বানাইতেছি, নাম কামাইতেছি..এইখানে হইয়া গেল সমস্যা! আপনি পরিচালক হইয়া ৫ বছরে একটা সিনেমা বানান আর আমার এক বছরে পাঁচ সিনেমা রিলিজ হয়, আমার তো প্রচুর সমস্যা!

 

আপনারে প্রযোজক বাগাইতে দিলামনা, ওরে সমস্যা! শুটিং সেটে উহ আহ করা দামরা ধইরা নগদে থাপড়াই, চরম সমস্যা! কোনরকম চামচামি না নিয়া আপনার মুখের উপরে তিতা সত্য বইলা দেই, আমারই তো সমস্যা!
তারপরতো বিড়ি খাওয়া, মদ খাওয়া, প্রেম করা, বিদেশে ইচ্ছা মত ঘুরতে যাওয়া, শুয়োরের বাচ্চা-বালছাল বইলা গালিটালি দেওয়া, পিরিয়ড নিয়া কথা বলা এইগুলাতো আছেই! পাইছেন কই এইগুলা? আমিই তো দিছি।
আপনাদের মন ভরে না কেন বলেন তো!?

টুপ কইরা কথায় কথায় চরিত্র হাতাইতে আসেন! বাসার মধ্যে মদের খালি বোতলের শোপিস দেইখা চরিত্র বুইঝা ফেলেন কেমনে বলেনতো!? বাসায় যে জায়নামাজ, কোরআন, নামাজের ঘর আছে সেইটা কেন দেখতে পাইলেন না আপনে!? 

আহারে একটু জিরান এইবার। ক্ষমা দেন। অন্যায়কে অন্যায় বলতে শিখেন! অপরাধীকে অপরাধী বলতে শিখেন। একটা ন্যায়ের জন্যে লড়াইয়ের সাথে থাকেন। না পারলে এইবার অন্তত নিজের ব্যাক্তিগত হিংসাত্মক আক্রমণ কইরেন না প্লিজ। এই লড়াই শুধু যে আমার একার না এইটা বোঝার সু-জ্ঞান উদয় হোক সবার।’

প্রসঙ্গত, গত ১৩ জুন নায়িকার একটি ফেসবুক স্ট্যাটাস ঘিরে তোলপাড় হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে রাতে বনানীর নিজ বাসায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন পরী। সে রাতে সংবাদ সম্মেলনে অভিযুক্তদের নাম প্রকাশ করেন চিত্রনায়িকা। জানান, ৮ জুন ঢাকা বোট ক্লাবে তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা চালান ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ। পরদিন এ ঘটনায় করা মামলায় ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ (৬৫), তুহিন সিদ্দিকী অমি (৩৩), লিপি আক্তার (১৮), সুমি আক্তার (১৯) ও নাজমা আমিন স্নিগ্ধাকে (২৪) গ্রেপ্তার করে পুলিশ। সূত্র :সময়নিউজ ডটটিভি। 

Loading


শিরোনাম বিএনএ