30 C
আবহাওয়া
২:৪৬ পূর্বাহ্ণ - আগস্ট ১৭, ২০২৫
Bnanews24.com
Home » কর্ণফুলীতে ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৪

কর্ণফুলীতে ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৪


বিএনএ, চট্টগ্রাম : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগে কর্ণফুলী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় চারজনকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ। কর্ণফুলী থানা পুলিশের সহায়তায় শনিবার (২৪ মে) সকাল থেকে রবিবার (২৫ মে) সকাল পর্যন্ত এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন।

তিনি জানান, ছাত্র আন্দোলনের একটি মামলায় অভিযুক্ত চারজনকে কর্ণফুলী থানা এলাকার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—চরপাথরঘাটা ইছানগর গ্রামের মৃত শরীফ আহমেদের ছেলে ফেরদৌস ওয়াহিদ (৬০), জুলধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিক আহমেদের ছেলে মো. হারুন (৪৫), শিকলবাহা ৮ নম্বর ওয়ার্ড এলাকার মৃত জহুরুল আমিনের ছেলে মো. ইউনুস (৬৩) এবং চরপাথরঘাটা ৭ নম্বর ওয়ার্ড ইছানগর এলাকার আবুল কালামের ছেলে বেলাল হোসেন (৩৬)।

পুলিশ জানিয়েছে, চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে এলাকায় বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে এই মামলাটি করা হয়। তদন্তের স্বার্থে বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বিএনএ

Loading


শিরোনাম বিএনএ