29 C
আবহাওয়া
৮:২৪ পূর্বাহ্ণ - জুন ১৭, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে ভাড়াটিয়ার ছুরিকাঘাতে বাড়ির মালিক খুন

রাজধানীতে ভাড়াটিয়ার ছুরিকাঘাতে বাড়ির মালিক খুন

চট্টগ্রামে ছুরিকাঘাতে রেস্তোরাঁ কর্মচারী নিহত

বিএনএ, ঢাকা : রাজধানীর তেজগাঁওয়ের শাহীনবাগে একটি বাসায় ভাড়াটিয়ার ছুরিকাঘাতে মো. রনি মিয়া (২৮) নামে এক যুবক মারা গেছেন। রনিকে বাঁচাতে গিয়ে বড় ভাই মো. রফিক মিয়া (৩১) গুরুতর আহত হন। শুক্রবার (২৪ মে) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রনি মিয়া শাহীনবাগের মৃত ওবায়দুর রহমানের ছেলে। ওবায়দুর রহমান ওই ভবনের মালিক বলে জানা গেছে।

পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে  দায়িত্বরত চিকিৎসক শনিবার ভোর ৪টার দিকে রনি মিয়াকে মৃত ঘোষণা করেন।

হতাহতদের হাসপাতালে নিয়ে আসা ভাগ্নে মোহাম্মদ জুয়েল জানান, ‘আমার মামা ভাড়ায় মোটরসাইকেলে চালান। কয়েক মাস আগে মোরশেদ মিয়া বাড়িতে ভাড়া থাকতে আসেন। ঘটনার রাতে মামা, ওই ভাড়াটিয়াসহ আরও তিনজন আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ কথা কাটাকাটির এক পর্যায়ে ভাড়াটিয়া মোরশেদ ধারালো অস্ত্র দিয়ে মামাকে কুপিয়ে জখম করে। পরে তাকে বাঁচাতে গিয়ে আমার বড় মামা রফিকও গুরুতর আহত হন। বিষয়টি আমরা জানতে পেরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে  গেলে দায়িত্বরত চিকিৎসক শনিবার ভোর ৪টা দিকে ছোট মামা রনিকে মৃত ঘোষণা করেন। মোরশেদ মিয়া ঘটনার পর পালিয়ে যায়। রফিক মিয়া ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের  মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ