বিশ্বডেস্ক : কৃষ্ণসাগরের বসফরাস প্রণালীতে একটি রুশ যুদ্ধজাহাজ লক্ষ্য করে সি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয় ।
ডেইলি মেইল জানায়, কৃষ্ণসাগরে টহলরত রাশিয়ার যুদ্ধজাহাজ ইভান চার্সের ওপর ইউক্রেনের তিনটি সি ড্রোন হামলা চালিয়েছে। তবে সবগুলো ড্রোনই ধ্বংস করার দাবি করেছে রাশিয়া সেনারা।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কোনাশেংকভ জানিয়েছেন, বুধবার সকালের দিকে এসব ড্রোন রাশিয়ার জাহাজ লক্ষ্য করে হামলা চালায়। রুশ যুদ্ধজাহাজটি বসফরাস প্রণালীর ওই এলাকায় তুর্ক স্ট্রিম এবং ব্লু স্ট্রিম গ্যাস পাইপ লাইনের নিরাপত্তা রক্ষায় টহল দিচ্ছিল।
বিএনএ/ ওজি
Total Viewed and Shared : 19,870