29 C
আবহাওয়া
৮:৪১ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » চবি’র ’সি’ ইউনিটের ফল প্রকাশ

চবি’র ’সি’ ইউনিটের ফল প্রকাশ


বিএনএ, চবি:  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ অধিভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। একইসাথে ‘সি১’ ও ‘সি২’ ইউনিটের ফলাফলও প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) রাত সাড়ে বারোটার দিকে এই ফলাফল প্রকাশ করা হয়।

এবারের সি ইউনিটের পরীক্ষা তিন ভাগে অনুষ্ঠিত হয়। ‘সি’ ইউনিট বাণিজ্য বিভাগ, ‘সি১’ মানবিক বিভাগ ও ‘সি২’ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আলাদা আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা নেয়া হয়েছে। এতে পাসের হার ‘সি’ ইউনিটে ২১ দশমিক ০৫ শতাংশ, ‘সি১’ ইউনিটে ৪০ দশমিক ০৮ শতাংশ এবং ‘সি২’ ইউনিটে ১১ দশমিক ০৮ শতাংশ।

বিষয়টি নিশ্চিত করেন ‘সি’ ইউনিট ভর্তি কমিটির কো-অর্ডিনেটর ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. হেলাল উদ্দিন নিজামী।

এর আগে ২০ মে শনিবার ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ১৫,৭৬১ জন শিক্ষার্থী। ন্যূনতম ৪০ নম্বর পেয়ে উত্তীর্ণ হয় ৩৩১৮ জন পরীক্ষার্থী। পাশের হার ২১ দশমিক ০৫ শতাংশ।

অপরদিকে ২১ শে মে ‘সি-১’ ইউনিট এ ভর্তি পরীক্ষায় অংশ নেয় ৪৯৪ জন পরীক্ষার্থী। এতে ১৯৮ জন কৃতকার্য হয়। পাশের হার ৪০ দশমিক ০৮ শতাংশ। ‘সি-২’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১৬৩৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ১৮১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। পাশের হার ১১ দশমিক ০৮ শতাংশ।

বিএনএ/ সুমন বাইজিদ,ওজি

Loading


শিরোনাম বিএনএ