31 C
আবহাওয়া
৫:০৩ পূর্বাহ্ণ - জুন ২, ২০২৩
Bnanews24.com
Home » বর্ণাঢ্য আয়োজনে চুয়েটে এমআইই কার্নিভাল-২.০ শুরু

বর্ণাঢ্য আয়োজনে চুয়েটে এমআইই কার্নিভাল-২.০ শুরু

বর্ণাঢ্য আয়োজনে চুয়েটে এমআইই কার্নিভাল-২.০ শুরু

বিএনএ, চুয়েট: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং (এমআইই) বিভাগের উদ্যোগে শুরু হলো এমআইই কার্নিভাল–২.০ । বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৪’র নিচতলায় উদ্বোধনী কেক কাটার পর আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে এ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এতে নেতৃত্ব দেন চুয়েটের পুরকৌশল অনুষদের ডিন ও উপাচার্য (ইনচার্জ) অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম। এ সময় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, এমআইই বিভাগের শিক্ষকমন্ডলী, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীরা নানা ফ্যাস্টুন, ব্যানার দেখিয়ে ও ঢোলের শব্দে উচ্ছ্বাস প্রকাশ করেন। আনন্দ শোভাযাত্রাটি মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের সামনে থেকে শুরু হয়ে যন্ত্রকৌশল বিভাগে শেষ হয়।

আনন্দ শোভাযাত্রা শেষে চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে শুরু হয় সেমিনার। এমআইই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জামাল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের পুরকৌশল অনুষদের ডিন ও উপাচার্য (ইনচার্জ) অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

সেমিনারে আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি কি-নোট স্পিকাররা বক্তব্য রাখেন। কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন এইচভিএসি ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেডের হেড অব বিজনেস সামির পাল এবং টেক্সলিঙ্ক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কার্নিভালের আহ্বায়ক ও এমআইই বিভাগের সহকারী অধ্যাপক মনোয়ার ওয়াদুদ হৃদয়।

মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমদ বলেন, এ ধরনের অনুষ্ঠান যারা আয়োজন করেছে তাদের ধন্যবাদ দিতে চাই। আমরা এ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের সাথে কর্পোরেট জগতের সফল ব্যক্তিবর্গের যোগাযোগ স্থাপনের চেষ্টা করে যাচ্ছি। চতুর্থ শিল্প বিপ্লবের বাস্তবায়ন এ ধরনের বস্তুনিষ্ঠ প্রোগ্রাম ও মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের হাত ধরেই হোক এই আশা রাখি। আমি আশা করছি আমাদের শিক্ষার্থীরা চতুর্থ শিল্প বিপ্লবের জন্য নিজেকে একজন যোগ্য প্রতিযোগী হিসেবে গড়ে তুলবে।

কার্নিভালের অংশ হিসেবে বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৪ এ অনুষ্ঠিত হবে ১৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান। এরপর সন্ধ্যা ৬ টা থেকে বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টের মধ্য দিয়ে কার্নিভালটির সমাপ্তি হবে। উক্ত কন্সার্টে পারফর্ম করবে জনপ্রিয় ব্যান্ড ‘বে অব ব্যাঙ্গল ’।

বিএনএনিউজ/গোলাম রব্বানী,বিএম

Total Viewed and Shared : 1107 


শিরোনাম বিএনএ