18 C
আবহাওয়া
৮:৩৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » দেওয়ানগঞ্জ পৌরসভার প্রশাসকের দায়িত্ব পেলেন ইউএনও 

দেওয়ানগঞ্জ পৌরসভার প্রশাসকের দায়িত্ব পেলেন ইউএনও 


বিএনএ, জামালপুর : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার শেফা ।স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর-২ শাখার জারিকৃত প্রজ্ঞাপন বিষয়টি নিশ্চিত করেছে।

মঙ্গলবার (২৪ মে)  স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখার উপসচিব মোহাম্মদ ফারুখ হোসেন ওই প্রজ্ঞাপণ জারি করেন।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রশাসকের দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়।

প্রশাসক নিয়োগের পূর্ব  পর্যন্ত  দেওয়ানগঞ্জ পৌরসভার ১ নম্বর প্যানেল মেয়র নূর এ আলম সিদ্দিকী জুয়েল ভারপ্রাপ্ত মেয়র হিসেবে সার্বিক দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচিত মেয়র ছিলেন  শাহনেওয়াজ শাহানশাহ। দেওয়ানগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসারকে বিজয় দিবসের অনুষ্ঠানে প্রহার করার অভিযোগে  দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে ২০২১ সালের ২১ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে সাময়িক বরখাস্ত করে।

বিএনএনিউজ/এম শাহীন আল আমীন/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ